নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ৪দিন ব্যাপী আয়কর মেলা ২০১৭ এর দ্বিতীয় দিন শেষে রাজস্ব সংগ্রহ এক কোটি টাকা ছাড়িয়েছে। দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে বিপুল জমায়েত এবং উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।
আয়কর মেলার দ্বিতীয় দিনের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল কর শিক্ষণ ফোরাম, কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক বিশেষ কুইজের আয়োজন। নারায়ণগঞ্জস্থ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের মধ্যে প্রাইজবন্ড বিতরণ করা হবে এবং অন্যান্যদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। আগামী ৪ নভেম্বর ২০১৭ শনিবার আয়কর মেলার সমাপনী দিনে নারায়ণগঞ্জ ক্লাবস্থ মেলা প্রাঙ্গনে এই পুরুস্কার প্রদান করা হবে।
রিটার্ন গ্রহণের জন্য নির্ধারিত বিভিন্ন বুথ থেকে সংগৃহিত তথ্য মোতাবেক আয়কর মেলা ২০১৭ এর দ্বিতীয় দিন শেষে মোট ৮৫৩ টি রিটার্নের বিপরীতে রাজস্ব সংগ্রহ করা হয়েছে ৪৪,৭৭,৬৫৩/- টাকা। মোট ১,৯৩৭ জনকে ২৫টি ডেক্স থেকে সেবা প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ৬৪ জন টিআইএন গ্রহণ করেছেন এবং ১১ জন করদাতা ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণ করেছেন।
উল্লেখ্য যে, কর অঞ্চল-নারায়ণগঞ্জে উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাবে ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ ছিলা মেলার দ্বিতীয় দিন।