নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষা নকলমুক্ত ও শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা শিক্ষা অফিস । এবার ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় অংশ নিচ্ছে ৪২ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী ও জেডিসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ৩ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী।
১ নভেম্বর বুধবার আগামীকাল থেকে নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে উপস্থিত হওয়া এবার বাধ্যতামূলক করা হয়েছে। পরিক্ষা শেষ হবে ১৮ নভেম্বর। তবে ব্যতিক্রম কিছু থাকলে কর্তৃপক্ষ বিবেচনায় নেবে।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) রেজাউল বারী নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, নারায়নগঞ্জে জেএসসি ও জেডিসি পরিক্ষাকে সুন্দরভাবে সাফল্যমন্ডিত করতে আমরা ব্যপক প্রস্তুতি গ্রহন করেছি। পুরো জেলায় জেএসসি’র জন্য ২৫টি ও জেডিসি’র জন্য ৯টি মূল কেন্দ্র রয়েছে। মাদ্রাসা রয়েছে প্রায় ৬৫ টি। এবং কেন্দ্রের জন্য ভেনু রয়েছে। শিক্ষার্থীদেরকে অবশ্যই আধাঘন্টা আগেই কেন্দ্রে অবস্থান করতে হবে। পরীক্ষা কেন্দ্র কোনও প্রকার র্স্মাটফোন নিযে আসা যাবেনা। ছবি ধারন করা যায় অথবা আধুনিক কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবেনা।
প্রতিটা কেন্দ্রে জোরদার নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছি যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। প্রতিটা কেন্দ্র অবশ্যই নকলমুক্ত ও পরিবেশ বান্ধব হবে। কেউ অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। সে জন্য কক্ষ পরিদর্শকদের সজাগ দৃষ্টি রেখে দায়িত্ব পালন করার আহবান জানাই। প্রতিটি কেন্দ্রে পুলিশ থাকবে। এছাড়াও ৫টি উপজেলায়ই আমাদের টিম কাজ করবে। এবং তাঁরা সার্বক্ষনিক র্পযবেক্ষনে রাখবে যেন শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক সকলের সহযোগীতায় স্বত:র্স্ফুতভাবে এবারের পরীক্ষা সম্পন্ন হয়।
শিক্ষার্বোডের অধিনে ৮ম বারের মতো এই পরীক্ষায় সকল উপজেলায়ই এরই মধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে সোনারগাঁও উপজেলায় অংশ নিতে যাচ্ছে ৮ হাজার ১ শত ৮৭ জন শিক্ষার্থী, জানিয়েছেন সোনারগাওঁ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান।
এরআগে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষায় নারায়নগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৭৪ জন। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ৮ শত ১২ জন।
এ ব্যাপারে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধানের কাছে জানতে চাইলে তিনি নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, এ বছর সোনারগাঁয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষায় মূল কেন্দ্র ৬ টি, ভেনু ৩টি, মাদ্রাসার ২টি ও ভোকেশনালের ১টি কেন্দ্রসহ ১২টি। সোনারগাঁ উপজেলা থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ৭ হাজার ৪৬৪ জন, মাদ্রাসায় ৬১৪ জন ও ভোকেশনালে ১০৯ জন সহ মোট ৮ হাজার ১ শত ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ বছর আমরা একটি নতুন কেন্দ্র চালু করেছি। এর কারন হচ্ছে দিন যত যাচ্ছে পরিক্ষার্থীর সংখ্যা ততোই বৃদ্ধি পাচ্ছে।