নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান সালমা ওসমান লিপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, মেধা আল্লাহ তায়ালার তরফ থেকে তোমাদের উপর পুরস্কার স্বরূপ। তাই অবশ্যই তোমাদের বর্তমান প্রযুক্তির সাথে তাল রেখে নিজেদের মেধাকে বিকশিত করতে হবে। আর প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেদের বিরত রাখবে। উপজেলা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার ২৯ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালমা ওসমান লিপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ক্ষমতা সেই মানুষকেই দেয়া উচিত, যারা ক্ষমতার অপব্যবহার করবে না। আর তাই তোমাদের উচিত যারা সৎ এবং ক্ষমতার অপব্যবহার করে না তাদের দেখানো পথে নিজেকে অগ্রসর করা। তবে জীবনে চলার পথে সমস্যা থাকতেই পারে, কিন্তু তা সমাধানের জন্য তোমাদেরও চেষ্টা থাকতে হবে। উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে দেখবে জয় তোমাদের সুনিশ্চিত।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনীম জেবিন বিনতে শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, সহকারী অফিসার আব্দুল গনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল হক, সহকারী অফিসার আব্দুল খালেক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলায়েত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মিয়া ফিরোজ আহমদ খান, জেলা মহিলা সংস্থার পরিচালক মাহমুদা রহমান ডালিয়াসহ প্রমূখ।