ফতুল্লা প্রেস ক্লাবে নয়া কমিটির দায়িত্ব গ্রহন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ফতুল্লা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বিদায়ী কমিটি। ২১ই অক্টোবর শনিবার দুপুরে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই দায়িত্ব হস্তন্তর করা হয়। ফতুল্লা প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ ও বিদায়ী সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু ক্লাব সদস্যদের উপস্থিতিতে নতুন সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিমকে ক্লাবের দায়িত্ব বুঝিয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড.সৈয়দ মশিউর রহমান শাহিন(দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক রিয়াদ মো: চৌধুরী(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন(দৈনিক অগ্রবানী), অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল(দৈনিক খবর প্রতিদিনি), প্রচার সম্পাদক জি,এ রাজ(দৈনিক রুদ্রবার্তা)ু, ক্রীড়া সম্পাদক নিয়াজ মো: মাসুম(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), কার্যকরী সদস্য সেলিম মুন্সি(দৈনিক যায়যায়দিন),আলামিন প্রধান(দৈনিক যুগান্তর),মনির হোসেন(দৈনিক খবরপত্র),সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান(দৈনিক খবর প্রতিদিন), সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজদ(দৈনিক নয়াদিগন্ত), প্রতিষ্ঠাতা সদস্য এ, আর মিলন(দৈনিক আজকের বানী),পিয়ার চান(দৈনিক সচেতন), মাসুদ আলী(দৈনিক ডান্ডিবার্তা)।

add-content

আরও খবর

পঠিত