ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম এর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার ১৫ই অক্টোবর ফতুল্লা থানা এলাকার মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া মোড় এলাকায় এ আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী বাবুল।

তিনি বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতা চিরস্থায়ী হতে বিএনপির উপর বোলড্রেজার চালাচ্ছে। মামলা, হামলা, হুম, খুন, নির্যাতন সারাদেশ ব্যাপী চলছে। বিএনপিকে ধ্বংস করা চক্রান্তে দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেন। উক্ত মিথ্যা মামলায় পরোয়ানা জারীর প্রতিবাদে গত সপ্তাহে সোনারগাঁ থানার সেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিনের নেতৃত্বে কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে। এরপর তারাই মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় ক্লিনম্যান খ্যাত ফতুল্লার কৃতি সন্তান আলহাজ্ব মোঃ শাহ আলমকে আসামী করা হয়। আমরা উক্ত মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানাই।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এস,এম আলমগীর। সভায় সভাপতিত্ব করেন থানা সেচ্ছাসেবক দল নেতা মীর মকবুল হোসেন বাবলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ পল্লব, জাহাঙ্গীর, যুবদল নেতা সুজিত হাওলাদার, মোঃ আলমগীর, মোঃ মোখলেছ, নাজমুল, জাহাঙ্গীর, মোঃ আলমগীর, মোঃ মামুন, আবু বক্কর, মুন্না, স¤্রাট, লুৎফর, আলাল ও শুভ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন কোন সরকারই মিথ্যা মামলা-হামলা, নির্যাতন গুম-খুন, জেল-জুলুম চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই শেখ হাসিনার সরকারও টিকে থাকতে পারবে না। অনতি বিলম্বে সোনারগাঁ থানায় দায়েরকৃত সাজানো মিথ্যা মামলাটি প্রত্যাহরের দাবী জানান।

add-content

আরও খবর

পঠিত