নারায়নগঞ্জ র্বাতা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : কলামিষ্ট ও সাংবাদিক ফনিন্দ্র সরকার কে প্রাণনাশের হুমকি দিয়ে জি.এম.বি ও আই.এস পরিচয়ে উড়ো চিঠি দেয়া হয়েছে। গত ৯ই অকোটবর সোমবার এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে লেখা চিঠি ও ডাকযোগে অনুরূপ চিঠির ফটোকপি তার কাছে পৌছে। এ ঘটনায় পরের দিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি। জিডি নং- ৪৭১। এর আগে গত বছর অজ্ঞাত ৫ ব্যক্তি তাকে হুমকি দিয়েছিলো।
চিঠি শুরু হয় মি: ফনিন্দ্র সম্বোধন করে। প্রথম লাইনেই লেখা হয় ( তোর দিন শেষ। তোর টকশোগুলো দেখেছি। তোর লেখাও পড়ি। সন্ত্রাসবাদ জঙ্গীবাদ নিয়ে তুই কথা বলিস।…… চিঠি শেষ লাইনে লেখা হয়েছে, খুব বেশী বেড়ে গেছিস, তোদেরকে পরপাড়ে পাঠিয়ে দিব। ) চিঠির নীচে একটি নাম ও জিএমবি ও আইএস, কাপ্তান বাজার, ঢাকা লিখে একটি ১০ ডিজিটের মোবাইল নম্বর দেয়া হয়েছে। ৯ অক্টোবর এ চিঠি পেয়ে ১০ অক্টোবর থানায় জিডি করেন ফনিন্দ্র সরকার।
জিডিতে তিনি আরো উল্লেখ করেন, ২০১৬ সালের পহেলা মে শহরের কলেজ রোডের ভাড়া বাসায় থাকাকালে অজ্ঞাতনামা ৫ ব্যক্তি তাকে হুমকি দিয়েছিল। সে সময় তার বাসার দরজায় করা নাড়লে তিনি দরজা না খুলে বিভিন্ন জায়গায় ফোন দিলে ঐ ৫ ব্যক্তি দ্রুত চলে যায়।
প্রসঙ্গত, ফনিন্দ্র সরকার একজন প্রগতিশীল লেখক। তিনি ১৪ দল অন্তর্ভুক্ত গণতন্ত্রী পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতীয় দৈনিকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী লেখালেখি করে আসছেন। এছাড়াও আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন প্রবন্ধ লিখেছেন। বিভিন্ন চ্যানেলে নিয়মিত টক শো’তেও অংশ গ্রহণ করেন।