নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে বিভিন্ন মামলায় অভিযুক্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। আর এ ধরপাকড় রাজনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত বলে মনে করছেন জেলার বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এদিকে জামায়াতের আমির ও সেক্রেটারীসহ কেন্দ্রীয় ৮ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের কর্মসূচী ঘোষনা দিয়েছে। এমনকি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দীর্ঘদীন জিমিয়ে থাকা নারায়ণগঞ্জ জামায়াত শিবির ক্যাডাররা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে।
কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তাই জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পূর্বের ন্যায় ব্যাপক নাশকতার আশংকা করছেন বিশ্লেষক মহল। আর জামায়াত শিবিরের হরতালের কর্মসূচীকে গুরুত্বের সাথে দেখছে জেলা পুলিশ প্রশাসন। হরতাল কর্মসূচীকে ঘিরে জামায়াত ক্যাডাররা নারায়ণগঞ্জে কোন ধরনের নাশকতা করতে না পারে সেজন্য জেলা পুলিশ প্রশাসন তৎপরসহ তালিকাভূক্ত জামায়াত শিবির ক্যাডারদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন দলটির অর্ধশতাধিক নেতাকর্মী। এছাড়া, সহযোগী সংগঠনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি ঘিরে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে দলীয় নেতাকর্মীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক সিনিয়র নেতা অভিযোগ করেছেন নেতাকর্মীদের দলীয় কর্মকা- থেকে দূরে রাখতেই জেলাব্যাপী ধরপাকড় শুরু হয়েছে। বিরোধীদলের নেতৃত্ব শূন্য করার যে প্রক্রিয়া সরকার শুরু করেছে এই প্রক্রিয়ার অংশ হিসেবেই দলীয় নেতাকর্মীদেও বাড়ীতে বাড়ীতে পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে।
রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, পুলিশের স্বাভাবিক কার্যক্রমের অধীনেই অভিযান পরিচালিত হচ্ছে। এটি কোনো বিশেষ অভিযান নয়। দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তালিকাভূক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। আর পুলিশের অভিযানে যদি জামায়াত কিংবা বিশেষ কোন রাজনৈতিক দলের ক্যাডাররা গ্রেপ্তার হলে বিএনপি কিংবা জামায়াতের গা জ্বলে উঠে তাহলে আর বলার কিছু নেই। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসনের অভিযান চলছে এবং আগামিতেও তা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার হরতাল : রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ, সেক্রেটারি শফিকুর রহমানসহ ৮ শীর্ষ নেতাকে দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর এর প্রতিবাদে দেশব্যাপী হরতালের কর্মসূচী দিয়েছে জামায়াতে ইসলামী।