জনগণের দূর্ভোগ কমাতে নিরলস পরিশ্রম করছি : হাইওয়ে ওসি কাইয়ুম আলী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নবনিযুক্ত ওসি মোঃ কাইয়ুম আলী সরদারের বিচক্ষণ নেতৃত্বে মহাসড়কে যাত্রী দূর্ভোগ ও যানজট নিরসনে সর্বদা দায়িত পালন করে যাচ্ছে সোনারগাঁ উপজেলার কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের প্রতিটি সদস্য। কিছুদিন আগেও মহাসড়কে যে দীর্ঘ যানজটের কারণে যাত্রী দূর্ভোগ ছিলো চরমে, সেখানে কাচঁপুর হাইওয়ে থানায় নবনিযুক্ত ওসি কাইয়ুম আলী সরদারের বিচক্ষণ নেতৃত্বে অল্প কিছু দিনের মধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে, এবং যাত্রী চলাচলে ফিরে এসেছে স্বস্তির আভাস।

অল্প সময়ের মধ্যে কিভাবে যানজট নিরসনে চমক সৃষ্টি করলেন এমন প্রশ্নের জবাবে ওসি কাইয়ুম আলী সরদার সংবাদ মাধ্যমকে বলেন, যেকোন সংকট নিরসনে সবচেয়ে বেশি প্রয়োজন সৎইচ্ছা ও ভালো কিছু করার মানসিকতা। আমি কাচঁপুর হাইওয়ে থানায় নিযুক্ত হওয়ার পর আমার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রথমেই মহাসড়কের পাশে বা মহসড়ক দখল করে যে অবৈধ ফুটপাত বসে গাড়ী চলাচলে বিঘ্ন ঘটায়, তা অপসারণ করি। এরপর অবৈধ সিএনজি, অটোরিক্সা, লেগুনা বন্ধে কঠোর ব্যবস্থা নিয়ে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হই। সকল চালক ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে ইতিমধ্যেই হাইওয়ে এসপি সাহেবের উপস্থিতিতে সকল চালক ও মালিক শ্রেণীর লোকজন সহ জনপ্রতিনিধি ও প্রশাসনের অংশ গ্রহনে কয়েক দফা কমিউনিটি পুলিশিং সভা সহ বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে এবং যানজট নিরসনে সর্বদা কাজ করে যাচ্ছি। সুতরাং মহাসড়কে জনগণের দূর্ভোগ কমাতে আমরা নিরলস পরিশ্রম করছি।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের মদনপুর বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অঞ্চলের সাথে তিনি পূর্ব পরিচিত কারণ এর আগেও ২০০৬/২০০৭ সালে বন্দর উপজেলাধীন ধামগড় ফাড়ীতে অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে যানজট মুক্ত নিরাপদ রুট হিসেবে গড়ে তুলতে কোন চালক যেনো ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টোপথে না চলে এবং বাসস্টপ ছাড়া যেখানে সেখানে যাত্রী উঠানো বা নামানো থেকে বিরত থাকার জন্য চালকদের প্রতি অনুরোধ করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমান যানজটহীন ভাবে রাস্তা পারাপার হতে পেরে যাত্রীরা গনমাধ্যমের কাছে বর্তমান ওসি কাইয়ুম সরদারের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য গত ২৬ শে আগষ্ট ২০১৭ তে কাচঁপুর হাইওয়ে থানায় যোগদান করেন মহাসড়কে যানজট নিরসনের ম্যাজিক হিসেবে পরিচিত ওসি কাইয়ুম আলী সরদার। এর আগে তিনি চট্টগ্রামের ১২ আউলিয়া হাইওয়ে থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

add-content

আরও খবর

পঠিত