নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান তার সহধর্মিনীকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও গভির্নং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মরহুমা রোকসানা করিমের শেষ বিদায়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও কলেজের পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলীর সদস্য, রোভার স্কাউটস নারায়ণগঞ্জ কলেজ শাখা, ও সাধারণ শিক্ষার্থী সহ নারায়ণগঞ্জের বিশিষ্টজনেরা তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার ২ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে শিক্ষক মরহুমা রোকসানা করিমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর কলেজ ক্যাম্পাসে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার ১ অক্টোবর রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু মৃত্যুবরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সেলিম ওসমান রোকসানা করিমের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, শিক্ষিকা রোকসানা করিমের অসময়ে আকস্মিক মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। উনি শিক্ষার্থীদের পাঠদানের ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। এমন করে উনার চলে যাওয়া নারায়ণগঞ্জ কলেজের জন্য অপূরনীয় ক্ষতি। যা কখনো পূরণ করা সম্ভব কিনা আমার জানা নাই। আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন। সেই সাথে উনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এ সময় কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। ক্যাম্পাসে মরহুমার নামাজের জানাযা শেষে বাদ আসর উত্তর চাষাঢ়ায় আরো একটি জানাযা শেষে তাকে মাসদাইরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুমা রোকসানা করিম ছিলেন নারায়ণগঞ্জ কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ২০০০ সালে নারায়ণগঞ্জ কলেজে প্রভাষক পদে যোগদান করে ছিলেন। একজন শিক্ষিকা হিসেবে তিনি কলেজের সকল ছাত্র-ছাত্রীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
এমপি সেলিম ওসমান তার সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান ছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ হাতেম, এ.এম মোস্তফা কামাল, ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী,
ফারুক বিন ইউসুফ পাপ্পু, কামরুল হাসান মুন্না, রফিকুল ইসলাম, তারেক আফজাল, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহাদাৎ হোসেন সাজনু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনজুমান আরা আকসি সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা।