ফতুল্লা মডেল থানায় বিকট শব্দ, ভেঙ্গে গেলো পিলারের দেয়াল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নব-র্নিমিত ভবনের একটি পিলারের দেয়াল ভেঙ্গে গিয়েছে। ২৮ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও কিছুক্ষনের জন্য ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিকেল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টির সময় বিকট শব্দে হঠাৎ ধসে পড়ে যায় তৃতীয় তলা ভবনের নিচ তলার একটি পিলারের দেয়াল।

ফতুল্লা মডেল থানার প্রবেশ গেইটের সামনেই দেয়াল ধসে পড়ে যাওয়ার স্থান । তাছাড়া এ স্থানটিতে গাড়ি পার্কিং করা হয় এবং লোকজনের উপস্থিতি থাকে প্রচুর। তবে অন্যান্য সময় জনগনের সেবা দানে এ স্থানটিতে পুলিশ ও সেবা প্রার্থীদের দেখা গেলেও বৃষ্টির জন্য কেউ ছিলোনা। কিন্তু ভিতরে থাকা ও আশপাশের লোকজন বিকট শব্দে আতঙ্কিত হয়ে যায়।

এ ব্যপারে প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি ছিলো তাই বাহিরে অপেক্ষয়মান কেউ ছিলোনা। যার জন্য কোন র্দূঘটনা ঘটেনি। নতুবা ৮/১০ ফুট উচুঁ এমন পিলারের দেয়াল কারো উপর পড়লে আজ বড় একটা দূঘটনা ঘটতো। নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় দেয়াল ধসে পড়েছে। এটা ভবিষ্যতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যেহেতু এটা একটি প্রশাসনিক কার্যালয়। এমন ঘটনা খুবই দু:খজনক ও লজ্জাজনক। এ ব্যপারে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেয়া দরকার যারা এই নির্মান কাজে গাফলতি করেছে তাদের বিরুদ্ধে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। তারপর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফতুল্লা মডেল থানার ভবনটি ২০১৫ সালে উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ২৬ এপ্রিল সকাল ১১টায় লাল ফিতা কেটে উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় উপস্থিত ছিলেন আইজিপি শহীদুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান,  নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হোসনে আরা বেগম, ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত