নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শারদীয় দূর্গাৎসবের মহাঅষ্টমী তিথিতে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে কুমারী পূজা। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকালে নগরীর চাষাড়াস্থ রামকৃষ্ণ মিশনে এই কুমারী পূজা অনুষ্ঠানে ছিলো ভক্তবৃন্দদের ভীড়। যেখানে দেবী রূপে কুমারীর আসনে বসানো হয়েছিলো চার বছর বয়সের মেয়ে গুনগুনকে।
সে শহরের চাষাড়া এলাকার নারায়ণগঞ্জ বেইলি স্কুলের নার্সারির ছাত্রী অনন্তা চক্রবর্তী গুনগুন। তাকে দুর্গা প্রতিমার পাশে বসিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পূজা শেষে পূজার্থী ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর দিনব্যাপী চলে নানা আনুষ্ঠানিকতা।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সম্পাদক উত্তম সাহা প্রমূখ।