নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চর্তুথ বারের মত ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগীতা প্রদান করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ বছর তিনি নিজ নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিটি পূজা মন্ডপের ২৫ হাজার টাকা করে ৬৪টি পূজা মন্ডপে মোট ১৬ লাখ টাকা প্রদান করেছেন। এ নিয়ে গত ৪ বছরে তিনি ব্যক্তিগত তহবিল নারায়ণগঞ্জের পূজা ম-প গুলোতে মোট ৪৩ লাখ টাকা দিয়ে আর্থিক ভাবে সহযোগীতা করেছেন। শনিবার ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় হিন্দু নেতৃবৃন্দদের হাতে সহযোগীতার ওই অর্থ তুলে দিয়েছেন।
এ সময় তিনি বলেন এটাকে আমার অনুদান বলা হলে আমি কষ্ট পাবো। এটা আমার কোন অনুদান নয় এটা আমার দায়িত্ব। নিজের দায়িত্ববোধ থেকেই আমি বিগত বছর গুলো থেকে আমার সাধ্যমত আপনাদের পাশে থাকার চেষ্টা করে আসছি। পাশাপাশি মত বিনিময় সভায় সকল বক্তা পূজা মন্ডপ গুলোতে এ বছর খরচ কমিয়ে এনে প্রতিটি পূজা ম-প থেকে যথাসাধ্য সহযোগীতা করে একটি তহবিল তৈরি করে রোহিঙ্গাদের সহযোগীতা করার জন্য ওই তহবিলটি প্রধানমন্ত্রীর ত্রান তহবিল জমা দেওয়ার ব্যাপারে মত প্রকাশ করেছেন। তবে এমপি সেলিম ওসমান বলেছেন, রোহিঙ্গাদের সহযোগীতা করার জন্য যাতে করে উৎসবের আনন্দের ঘাটতি না হয়। আপনারা যেহেতু রোহিঙ্গাদের সহযোগীতা করার আশা প্রকাশ করেছেন অবশ্যই নারায়ণগঞ্জ থেকে সহযোগীতা যাবে সেটা কোটি টাকাও হতে পারে। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সকলে মিলেই সেই সহযোগীতা করবেন বলে আমি বিশ্বাস করি।
এর আগে ২০১৪ সালের ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে গত ৩ বছরে যথাক্রমে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ৫৫টি পূজা মন্ডপে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা, ২০১৫ সালে ৬৩টি পূজা ম-পের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৯ লাখ ৪৫ হাজার টাকা, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর ৬০টি পূজা ম-পের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা দিয়ে সহযোগীতা করে ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার সাহার সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরজ কুমার সাহা, হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা, মহানগর আওয়ামীলীগের সদস্য বাদল রায়, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, শফিউদ্দিন প্রধান, শারমিন হাবিব বিন্নী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।