নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তোলারাম কলেজ ছাত্র সাংবাদিক শাহরিয়াজ শুভ্র হত্যাকান্ডের ঘটনায় উত্তাল নারায়ণগঞ্জ। সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের কর্মী হওয়ার শুভ্র হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবীতে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ। আন্দোলনের ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে ছাত্র ফেডারেশন ফতুল্লা থানার নেত্রীবৃন্দ।
বেলা ১১টায় আয়োজিত এ সমাবেশে সভাপত্বি করেন সংগঠনের ফতুল্লা থানা শাখার সংগঠক সাকিব হোসেন হৃদয়। ফতুল্লা থানার সম্পাদক এস ডি কিলটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শুভ দেব, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক শিশির আহমেদ, মহানগর শাখার সম্পাদক ফারহানা মানিক, ফতুল্লা থানার সংগঠক সাবিত আল হাসান, দোলন দাশ, সাদিক হাসান, আল-অমীন আত্তারি সহ নেত্রীবৃন্দ।
শুভ দেব বলেন, নারায়ণগঞ্জ আজ গুম-খুনের অভয়ারণ্যে পরিণত হচ্ছে দিন দিন। যে শুভ্র নিরাপদ নারায়ণগঞ্জ নগরী নির্মানের জন্য এতোদিন আন্দোলন সংগ্রাম করে আসছিল সেই শুভ্রই আজ তার শিকার। আমরা প্রতিনিয়ত বিচারহীনতার সংস্কৃতি ভাঙ্গার কথা বলি। যদি পূর্বে ঘটিত হত্যাকান্ডগুলোর সুষ্ঠু বিচার সম্পন্ন হতো তাহলে শুভ্রকে আজ এই নির্মম হত্যাকান্ডের শিকার হতে হতো না। ক্রমশই মৃত্যুর মিছিলের সংখ্যা বাড়ছে। এই মৃত্যুর মিছিলকে একমাত্র প্রতিহত করতে পারে অসংখ্য জীবিত মানুষের মিছিল।
পুলিশ ৪ জনকে ছিনতাইকারী হিসেবে গ্রেফতার করেছে। আমরা পুলিশের এই দ্রুত তৎপরতাকে সাধুবাদ জানাই । কিন্তু সাথে সাথেই হুশিঁয়ারী দিয়ে জানিয়ে দিতে চাই, শুধু গ্রেফতার করলেই চলবে না হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নারায়ণগঞ্জের ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।