সাংবাদিক শুভ্র হত্যার দ্রুত বিচার দাবী করেছে এড.তৈমূর ও যুবদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : শিক্ষানবীশ সংবাদকর্মী শাহরিয়াজ মাহমুদ শুভ্র এর হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতার ও বিচার দাবী করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার। এক বার্তায় খালেদা জিয়ার উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার বলেন, দেশে আইন শৃংখলার কোন বালাই নাই। আজ সাংবাদিকের জীবনেরও কোন মূল্য নাই।

এদিকে সাংবাদিক শুভ্্র হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতারের দাবী  জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, মনোয়ার হোসেন শোখন, মোয়াজ্জেম হোসেন মন্ট্রি,জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত