রোহিঙ্গা নির্যাতনের প্রতিবিাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি) : মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন,  হত্যা ও হামলার  প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে অরাজনৈতিক সংগঠন আর্দশ নাগরিক ফাউন্ডেশন। অনুষ্ঠিানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন।

মানববন্ধনে বক্তারা র্নিযাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায়।এবং অং সান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহার সহ রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘ এবং ওআইসির হস্তক্ষেপ কামনা করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, মাওলানা ফেরদাউসুর রহমান, জয়নাল আবেদীন, সাজ্জাদুল ইসলাম মমিন, সরকার আলম, সেলিম সহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত