নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও গণমানুষের নেতা একেএম নাসিম ওসমানের মত বন্যা দুর্গতদের সহযোগীতায় এবার পাশে দাড়ালেন তাঁর পুত্র আজমেরী ওসমান। ২৯ই আগস্ট মঙ্গলবার আজমেরী ওসমানের উদ্যোগে প্রায় ৮শত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে উত্তরাঞ্চল সহ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায়। এই বিতরণের কর্মসূচী হিসেবে শহরের আল্লামা ইকবাল রোড ও খানপুর মেট্রো হল মোড়ে দুইটি অস্থায়ী ক্যাম্প তৈরী করা হয়েছে। ত্রান পৌছানোর লক্ষে সন্ধ্যায় এসকল ক্যাম্প পরিদর্শন করে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ত্রান বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন অনুষ্ঠিানটিতে সভাপতিত্ব করেন নাসিম ওসমান স্মৃতি, দুস্থ ও কল্যান ফাউন্ডেশনের সভাপতি তুরিকুল ইসলাম লিমন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- খাবার স্যালাইন, নাপা ট্যাবলেট, বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, আটা, রুটি। এ সময় বন্যা কবলিত মানুষ সহ দেশ ও জাতির মঙ্গল কামনার্থে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের ইমাম ও খতিব মো: রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, কমারুজ্জামান বাদশা, মনসুর দেওয়ান, শফিকুর রহমান, হায়দার আলী, নাসির, সুমন, শাহ আলম সবুজ, রুপুু, সোহাগ, রুবেল, আশিক, মিথেল প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে এখন ভযাবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থতি। বিশেষ করে উত্তরাঞ্চলের দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ জেলায় এর প্রকট ভয়াবহ। দিনাজপুর বা সিরাজগঞ্জের অনেক জায়গায় স্থানীয়রা বলছেন তারা জীবনে এরকম দুর্যোগের মুখোমুখি হননি।
জানা গেছে, সরকারি হিসাবেই ২১টি জেলায় অন্তত ৩৩ লাখ লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। অনেকগুলো জেলায় রাস্তা, রেললাইন ডুবে যোগাযোগ ব্যবস্থা বির্পযস্ত হয়ে পড়েছে। উপদ্রুত লাখ লাখ মানুষ সরকারি আশ্রয় কেন্দ্র ছাড়াও উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। পুরো দিনাজপুর জেলাই বন্যার পানিতে তলিয়ে রয়েছে পাঁচ দিন ধরে। সেখানকার মানুষ গত প্রায় তিন দশকে বন্যার এত পানি দেখেননি। জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে গ্রামে অনেক ঘরের টিনের চাল পর্যন্ত পানি। ঘরের কিছুই বের করতে পারিনি অনেকেই। শুধু মানুষগুলো বেরিয়ে এসে আশ্রয় কেন্দ্রে উঠে আশ্রয় নিয়েছে তবে ঐখানে খাদ্য এবং খাবার পানির অভাবে তাঁরা এখন খুব অসহায় জীবন যাপন করছে। আর এসব বন্যা দুর্গতদের পাশে সহযোগীতায় এবার প্রাণপন প্রচেষ্টা চালাচ্ছে নারায়ণগঞ্জের গণমানুষের নেতা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান।