নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রিফাত) : সরকারী তোলারাম কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯ টায় ওসমানী স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলেদের “ ক ” বিভাগ ( একাদশ-দ্বাদশ ) হতে র্দীঘ লাফ ও উচ্চ লাফে দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র মো : রাঙা ইসলাম সবুজ, ( রোল -৩৭১ )।
এই অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন সরকারী তোলারাম কলেজের প্রফেসর প্রভাত চন্দ্র দত্ত। তাছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষকমন্ডলী এবং নারায়ণগজ মহানগর ছাত্রলীগের আহবায়ক ও সরকারী তোলারাম কলেজের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ । পরে সরকারী তোলারাম কলেজের প্রফেসর প্রভাত চন্দ্র দত্ত বিজয়ীদের মাঝে সনদ ও পুরুষ্কার বিতরণ করেন ।