পলাশের বিরুদ্ধে অপপ্রচার ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ৭৪ টি শ্রমিক সংগঠনের সমন্বয়ক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের বিরুদ্ধে অপপ্রচার ও দোষীদের শাস্তির দাবীতে লাগাতার আন্দোলন সংগ্রামের ঘোষনা দিয়েছিলো ৭৪টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অবিলম্বে এ অপপ্রচারকারী ও নেপথ্য নায়কদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা না হলে আগামী ২১ শে ফেব্রুয়ারী থেকে বৃহত্তর আন্দোলনের কঠোর হুশিয়ারী উচ্চারন করেছিলেন নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় সকালে পঞ্চবটিতে ব্যাটারীচালিত অটোরিক্সা (ইজিবাইক) মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ ও বিকালে পাগলা বাজারে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
ব্যাটারী চালিত অটোরিক্সা ইজি বাইক মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক , শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশসহ নেতৃবৃন্দের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে উল্লেখিত সংগঠন গুলো । ১৭ ফেব্রুয়ারী বুধবার সকালে পঞ্চবটিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাটারী চালিত অটোরিক্সা ইজিবাইক মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক আঃ জব্বার , ফতুল্লা শাখার সভাপতি আনোয়ার হোসেন , সদস্য ঝন্টু মহাজন , ওয়াসিম , জনি , সুমন , শাহিন , রাজিব , মুন্না , নয়ন হাসান বাবু প্রমূখ।DSC_0027
সভায় বক্তারা বলেন, নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী ২০১২ সালে এক হঠকারী সিদ্ধান্তে নারায়ণগঞ্জে অটো চলাচল বন্ধ করে দিয়েছিলো । সেই সময় নারায়ণগঞ্জের অটোচালকরা অসহায় হয়ে পড়ে । পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয় । সে সময় কোন শুভাকাংখী কে অনাহারী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায়নি। একমাত্র কাউসার আহমেদ পলাশ তখন রাজপথে আন্দোলন সংগ্রাম করে শ্রমিকদের অধিকার আদায় করেছিলেন। আর আজ সেই শ্রমিক বান্ধব নেতার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কলংকিত করার চেষ্টা করা হচ্ছে । কিন্তু আমরা সেসব ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই, সাপের লেজ দিয়ে কান চুলকাবেন না। তাই প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি অবিলম্বে এসব অপপ্রচারকারী চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় এন সর্বোচ্চ শাস্তি প্রদানের ব্যবস্থা করুন। অন্যথায় আগামী ২১শে ফেব্রুয়ারীর পর থেকে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের দাবী আদায় করে ছাড়বে।
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বুধবার বিকালে পাগলা বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কার্যকর সভাপতি শেখ সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দক্ষিণ বঙ্গ লাইন সম্পাদক আবুল হোসেন, সংগঠনের পাগলা শাখার সাধারণ সম্পাদক হাজী জাকির হোসেন, সহ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, কোষাধ্যক্ষ সুরন মিয়া, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক হারুন মিয়া, লায়ন্স ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হাজী মফিজুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস জেলা সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবীর হোসেন রাজু, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি এসএম জামান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম করার কারনে আজ কাউসার আহমেদ পলাশকে চাঁদাবাজ আখ্যা দেওয়া হয়েছে। পলাশ যদি চাঁদাবাজ হতো তবে আজ এতো শ্রমিক তার জন্য রাজপথে এসে দাড়াতো না। নারায়ণগঞ্জের শ্রমিকদের যখনই কোন সমস্যা হয়েছে তখনই তারা কাউসার আহমেদ পলাশকে তাদের পাশে পেয়েছেন। আজ যারা মুখে বড় বড় কথা বলছেন তাদের কাউকে কখনও শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায়নি। এসব মিথ্যা অপবাদে আর অপপ্রচারে রাগ করে যদি কাউসার আহমেদ পলাশ এই সেক্টর ছেড়ে চলে যান, তবে নারায়ণগঞ্জের শ্রমিকরা অস্তিত্ব সংকটে পরে যাবে।
তারা আরো বলেন, যারা নারায়ণগঞ্জের শ্রমিকদের প্রান পুরুষ কাউসার আহমেদ পলাশের বিরুদ্ধে অপপ্রচার করে মিথ্যা অপবাদ দিচ্ছেন, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সারাদেশের নেতৃবৃন্দকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারাদেশের সমস্ত গাড়ি বন্ধ করে দেব।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পাগলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

add-content

62 thoughts on “পলাশের বিরুদ্ধে অপপ্রচার ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  1. Severiz evde bakım hemşiresi videolar ve özellikle kaba olanlar.
    Ve bu tür pornoları sevdiğimiz için, sadece en iyi ve en kaba olanı göreceğinizden emin oluyoruz.
    evde bakım hemşiresi porno.

  2. Kendi olmayı istemek, kendi kalabilmek. Marin, zaten göreve geldiğinde de, standart politikacı çizgisinden farklı olacağına, sıradan bir
    sosyal yaşamı sürdüreceğine dair niyetini açıkça ifade etmişti.
    2022 yılında Britanya’da yayımlanan Vogue’a verdiği bir röportajda,
    “Sadece dürüst olmak, kendim olmak istiyorum.

  3. Terrific work! This is the kind of info that
    should be shared around the net. Disgrace on Google for no longer positioning this post upper!
    Come on over and discuss with my site . Thanks =)

  4. предмет налогового права рк, место налогового
    права в системе права рк
    наурыз мерекесі туралы жұмбақтар, 22 наурыз жұмбақтар пенсионный фонд колл центр, енпф контакты колл центр миллион голосов текст на русском, послание президента 1 сентября

  5. трансплантация это, трансплантация плюсы и минусы ағаның үйлену тойына ән, тойға тілектер батарея на айфон
    7 плюс, батарейка на айфон 6s оригинал ақ сәулем мр3 скачать, ай ай ақ сәулем текст

  6. mango каталог, zara kz текст қосу,
    нұрым қуаныш қоса қоса скачать жантақ шөбінің пайдасы, жантақ орысша балалар әдебиеті пәнінің мақсат-міндеттері,
    балалар әдебиеті туралы түсінік

  7. подработка в кирове с ежедневной оплатой свежие вакансии нужно ли фрилансеру регистрироваться
    самозанятым заработок в интернете ответы на вопрос как быстро заработать конфеты в роял хай

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত