নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : ২১ আগস্টের গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ সকল শহীদদের স্মরনে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ই আগস্ট সোমবার বাদ মাগরিব বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট নিজ কার্যালয়ে এদোয়ার আয়োজন করা হয়।
দোয়া পূর্বে খান মাসুদ বলেন, ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতাবিরোধী হায়নার দল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে যেভাবে ১৯৭৫ এর ১৫ আগস্ট বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল, পাকিস্তানের প্রেতাত্মা সেই শকুনিরা তারই পূর্ণবৃত্ত ঘটাতে আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিল। জামায়াত-বিএনপির করা সই গ্রেনেড হামলা থেকে আল্লাহর অশেষ রহমতে আমাদের নেত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সে সময়ে মহিলা আওয়ামীলীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন আওয়ামীলীগের নেতাকর্মী নিহত হয়।
পাকিস্তনের দোসর বিএনপি-জামায়াত জনবিচ্ছিন্ন হয়ে তারা এখন দিশেহারা। ক্ষমাতায় যেতে এদলটি এখন দেউলিয়া হয়ে উঠেছে। ৭৫ এর পরাজিত শকুনিরা বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে। দেশকে অস্থিতিশীল করতে ভিন্ন পন্থায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে স্বাধীনতাবিরোধী সেই চক্রটি। তাই আমাদের সব সময় সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল শহীদদেও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বন্দর বেবী-স্ট্যান্ড গাইছুল আজম জামে মসজিদেও পেশ ইমাম মাওলানা আবু সুফিয়ান আল্ কাদ্রী। এসময় অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পর্টির নেতা মোঃ শরীফ হাসান চিশতী, যুবলীগ নেতা মোঃ মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন খান, মোঃ মিঠু খান, মোঃ শহীদ, হারুন মিয়া, মোঃ রানা, নুরুজ্জামান, পারভেজ, সাদ্দামসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।