রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার ২০ আগষ্ট দুপুরে উপজেলার মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন ভোটারদের ছবি তুলে ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) রকিবউদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ প্রমূখ।

উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেন, যে সকল নাগরিক ১৮ বছরে পদার্পন করেছেন তাদের জাতীয় পরিচত্র পত্র নিয়ে নাগরিক সুবিধা গ্রহণের আহবান জানান। এ সময় তিনি বলেন, কেউ তথ্য প্রদানে অনিয়ম করবেন না। এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত