নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রুপগঞ্জে বিভিন্ন এলাকার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকার। ১৯ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় রূপসী ও প্বার্শবর্তী দূর্গতবাসীর খোজঁ খবর নেন এবং তাদের সাথে আলোচনা করেন। এবং পানিবন্ধী জনগনের এ অবস্থার জন্য তারাব পৌরসভার ব্যার্থতাকে দায়ী করেন এ্যাড. তৈমূর আলম খন্দকার। এবং পানির পাম্প বসিয়ে পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য পৌরসভাকে অনুরোধ জানান
এসময় এ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন, রূপসী ও প্বার্শবর্তী এলাকার পানি বন্যার পনি নাহ, পৌরসভার দায়িত্ব পানি নিষ্কাশন করা। কিন্তু ব্যাক্তি স্বার্থকে চারিতার্থ করার জন্য পৌরসভা যথাযথ ভাবে পানি নিষ্কাশন করছেনা। তাই দীর্ঘদিন যাবৎ রূপসী ও প্বার্শবর্তী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে মানুষ পানি বন্দী অবস্থায় আছে। এ অবস্থা নিরসনের জন্য কতৃপক্ষের নিকট জোর দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা কৃষকদল সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, এড. সামসুজ্জামন খোকা, এড.ওমর ফারুক নয়ন, থানা শ্রমিকদল সভাপতি ঈদ্রীস আলী, থানা যুবদল নেতা খোকন খান, বাবুল ভূইয়া, পৌর সেচ্ছাসেবক দল নেতা মিলন ভূইয়া, তারাব পৌর শ্রমিকদল সভাপতি মো: কামরুল হাসান রুহুল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ- সাধারন সম্পাদক সজীব মোল্লা, ছাত্রদল নেতা সাইমন, সরীফ খন্দকার, মনির মীর, আলমগীর ভূইয়া, তানজিদ ভূইয়া, ইমরান, পৌর যুবদল নেতা বেলায়েত, রোমান, সুমন খান সহ এলাকার পানিবন্দি সাধারন জনগন