নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শশুর বাড়ির লোকজন পৃথক স্থানে বৃষ্টি আক্তার (২২) ও ছনিয়া বেগম (১৯) নামে দুই গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারাপাড়া ও টেকপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। নির্যাতনের শিকার ঐ দুই গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার দুই গৃহবধুর পারিবারিক সুত্রে জানা গেছে, গত তিন বছর পূর্বে উপজেলার দুয়ারাপাড়া এলাকার ভ্যান চালক মিথুন মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে একই এলাকার শাহ্জাহান মিয়ার ছেলে রাকিব মিয়ার ইসলামী শরিয়াহ্ মোতাবেক বিয়ে হয়। বিয়েতে রাকিব মিয়াকে ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে দেয়া হয়। বিয়ের পর তাদের সংসারে রাকিবা নামের এক কন্যা সন্তান হয়। গত এক সপ্তাহ ধরে স্বামী রাকিব মিয়া সহ শ্বশুর বাড়ির লোকজন বৃষ্টি আক্তারের কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে যৌতুকের টাকা না পেয়ে স্বামী রাকিবসহ শ্বশুর শাহ্জাহান দেবর রাজিব গৃহবধু বৃষ্টি আক্তারকে কুপিয়ে জখম করে বাড়ি থেকে বের করে দেয়।
অপরদিকে, গত দেড় বছর পুর্বে উপজেলার তাড়াইল এলাকার সামসুল হকের মেয়ে ছনিয়া আক্তারের সঙ্গে টেকপাড়া এলাকার শামিম মিয়ার ইসলামী শরিয়াহ্ মোতাবেক বিয়ে হয়। বিয়েতে নগদ ২৫ হাজার টাকা,স্বর্ণালংকার ও আসবাবপত্র যৌতুক হিসেবে দেয়া হয়। গত কয়েক দিন ধরে স্বামী শামিম মিয়াসহ শ্বশুর বাড়ির লোকজন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছে। বুধবার বিকালে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন গৃহবধু ছনিয়া আক্তারকে লাঠিপেটা করে গুরুতর আহত করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম বলেন, পৃথক ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।