নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, এই মাস শোকাবহ মাস। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব একজন মহিয়সী নারী ছিলেন। তারঁ অনেক অবদান রয়েছে। যা অনেক কিছুই আমরা জানিনা। তিনি ছিলেন বিধায় স্বাধীন রাষ্ট্র পেয়েছি। একজন স্বাধীন রাষ্ট্র নায়কের উৎপত্তি হয়েছিলো। মহান নেতা বঙ্গবন্ধুর মতো জাতির পিতা আমরা পেয়েছি। এ মাসটি বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত দু:খের। কারণ এই গুরুত্বপূর্ণ মাসেই বেগম মুজিবের জন্ম ও মৃত্যু হয়েছিলো। এ মাসে কিছু কুচক্রিরা এক র্মমান্তিক হত্যাজজ্ঞ চালিয়ে শিশু রাসেলকেও ছাড়ে নাই। বঙ্গবন্ধু অনেকটাই সাধারণ ছিলেন। তিনি সবসময়ই সকলের সাথে খুব সাধারণভাবে চলাফেরা করতেন।
মঙ্গলবার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া র্পূবক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার পুর্বে শোকাহত মাসের স্বরণে বঙ্গবন্ধু পরিবারের সকল বিদেহী আত্মার মাগফিরাত কমনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। নারায়ণগঞ্জ ২নং রেল গেইটস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলটির আয়োজন করে জেলা আওয়ামীলীগ।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল বলেন, দু:সময়, র্দূদিনে যারা মৃত্যুর সামনে দাড়িয়ে নৌকার হয়ে কাজ করে। যারা পদের দিকে তাকান না। তারাই বঙ্গবন্ধুর আর্দশকে ধরে রাখতে প্রচেষ্টা করে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা হত্যা করে নাই। আমাদের দেশের ঘাতকরা এই নৃশংস হত্যাজজ্ঞ করেছে। শিশু রাসেলকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর ১৭ মিনিটের বক্তব্যে ৭ কোটি মানুষ সাড়া দিয়েছিলো বলেই দেশ স্বাধীন হয়েছে। অনেকেই বলেন জিয়াউর রহমান স্বাধীনাতার ঘোষনা দিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এরাই বঙ্গবন্ধুর মুল পরিকল্পনাকারী। আমরা এই খুনি খালেদা জিয়ারও বিচার চাই। খুনিরা বঙ্গবন্ধুর আদর্শকে কেড়ে নিতে চেিেয়ছিলো, স্বাধীনতাকে কেড়ে নিতে চেয়েছিলো। এই মাসটি শোকাবহ মাস। তাই মাসব্যাপী কর্মসূচী হচ্ছে, হবে। ১২ তারিখ গণ র্যালীর আহ্বান করেছেন আমাদের সাংসদ। বঙ্গবন্ধু আল্লাহর অলি ছিলেন। তাকে নিয়ে সবস্থানে সকলেই নানা কর্মসূচী পালন করবে। এই দিন দোয়া হবে, কোরআন খতম হবে। তাই দ্বিধা দ্ব›দ্ধ নেই সকলে মিলে আমরা সকল কর্মসূচী পালন করবো। প্রত্যেকটি ইউনিয়ন র্পযায়ে যথাযথ মর্যাদায় মাসটি পালন করার অনুরোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া, সাবেক শহর আওয়ামীলীগ নেতা ভাসানী, এড. আসাদুজ্জামান, জাহাঙ্গির হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, কল্পনা, ব্যাংক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদির, আব্দুস সালাম, আলমগীর, মোকলেসুর রহমান, প্রমুখ।