নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : অবশেষে বছরের পর বছর খানাখন্দ ও কর্দমাক্ত বেহাল চাষাড়া বালুর মাঠ ( ভাষা সৈনিক ) সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ৬ই আগস্ট রবিবার সকালে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন শোভন গ্রুপের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিক, মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি ও এলাকার সর্বস্তরের মানুষ।
এ সময় মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গা রাজউক বিক্রি করে দিচ্ছে। আমরা এ নিয়ে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার থাকা কালে আন্দোলন করেছি। এমপি মহোদয় যিনি মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি এ ব্যাপারটি আমলে নেবেন বলে আমরা মনে করি। এছাড়া প্রেস ক্লাবের পেছনের অংশের জায়গা রাজউকের ম্যাপেই দেখানো হয়েছে পার্কিং এর স্থান হিসেবে। তবুও এ জায়গাগুলো অবৈধভাবে টেন্ডার ও লীজ দেয়া হচ্ছে । এ ব্যাপারে মামলা চলমান। আমরা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আশা করছি মন্ত্রীমহোদয় দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমরা আমাদের ৫ টি মার্কেট ফেরত পাব।
মেয়র আইভী আরো বলেন, এখন গণতান্ত্রিক সরকারের সময়ে মন্ত্রী আমাদের এ দাবী শুনবে বলে আমি আশাবাদী। অব্যবহৃত ও আমাদের যে ৫টি মার্কেট ছিল সেটা ফেরত চেয়ে ছিলাম। মন্ত্রী আশ্বাস দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস মন্ত্রী নারায়ণগঞ্জবাসীর কথায় সাড়া দিবে।
সভাপতির বক্তব্যে কাউন্সিলার খোরশেদ বলেন, দেরী হওয়ায় আমি এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থী। সহযোগিতার জন্য তিনি এলাকাবাসী, সাংবাদিকবৃন্ধ, সামাজিক সংগঠন জিরো পয়েন্ট সার্কেল ও এফবি সংগঠন নারায়ণগঞ্জিস্থান কে ধন্যবাদ জানান ।
সংস্কার কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সর্বসাধারণের মাঝে অনেকটা স্বস্তিও ফিরে এসেছে। তবে স্থানীয়দের দাবি এ সড়কের চিরস্থায়ী সমাধান। যেন আবারো অল্প বৃষ্টিতেই সেই চিরচেনা রুপে ফিরে না আসে এরজন্য সড়ক নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর রাখারও বিশেষ অনুরোধ জানায় স্থানীয় অনেকেই।
প্রসঙ্গত, জাইকার অনুদানে প্রায় ২ কোটি ৪৮ লক্ষ ৭ হাজার ৩৩০ টাকা ব্যায়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। ৫৫০ মিটার প্রশস্ত এ সড়ক সংস্কারের টেন্ডার পেয়েছে ঢাকার মামস কন্সট্রাকশন কোম্পানী। এসময় কোম্পানীর পরিচালক আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, উপ-প্রকৌশলী খন্দকার নাজীম এবং কার্যকরী সহায়ক মোঃ শামীম সড়কটি পরির্দশন করেন।