দূর্নীতি বন্ধ করুন, ভেজাল প্রতিরোধে সহয়তা করুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : তিন অক্ষরের একটি নাম ভেজাল।খাদ্যে ভেজাল বর্তমানে দেশের একটি বড় সম্যসা। মহান  রাব্বুল আল-আমিন আঠার হাজার মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টি করে সর্বশেষ্ঠ হিসেবে এবং জগৎ সেরা সম্মানে ভুষিত করে দুনিয়াতে প্রেরন করেছে।অথচ সেই মানুষই আজ ভেজাল খাদ্য/পন্য উৎপাদন ও বিক্রি করে মানুষের ক্ষতি সাধন করছে। পানির অপর নাম জীবন, যে পানি পান করে মানুষ জীবন রক্ষা করে বা তৃষ্ণা মিটায় সেই পানিতেও ভেজাল। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ বলে আমরা দাবী করি, অথচ সেই শিশু খাদ্যেও ভেজাল হচ্ছে অহরহ। অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য যে ঔষধ সেবন করে সেই ঔষধেও ভেজালের গ্রাস। মুমুর্ষ রোগীর অপারেশন করার সময় যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তেও ভেজাল।এছাড়াও খাদ্য পন্য, সার,কিটনাশক,মাছ,মাংস,ফলমুল ইত্যাদিতেও ভেজাল।এক কথায় বলতে গেলে সারা দেশ আজ ভেজালে সয়লাভ।

এক শ্রেনীর ব্যবসায়ী ও তাদের একটি চক্র রাতারাতি অর্থবিত্তের মালিক হওয়ার জন্য জনগনকে জিম্মি করে সারাদেশে ভেজালের রাজত্ব কায়েম করেছে। ভেজাল বা নিম্মানের খাদ্য/পন্য কেউ যেন উৎপাদন ও বাজারজাত করতে না পারে সেজন্য জনসচেতনতা সৃষ্ঠি করা অত্যন্ত জরুরী। ভেজালের বিরুদ্ধে বজ্রকন্ঠ নিয়ে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামক সংগঠনটি স্বপ্রোনোদিত হয়ে দেশব্যাপী ভেজাল প্রতিরোধে কাজ করছে। তবে প্রতিষ্ঠানটির একার পক্ষে এ উদ্দ্যেগকে সফল করা সম্ভব নয়। এর সফলতা নির্ভর করে ভোক্তা সহ সরকার, জনগন ও সংশ্লিষ্ঠ সকলের সমষ্ঠিগত চেষ্ঠার উপর। ভেজালখাদ্য/পন্য উৎপাদন ও বিক্রেতাদের চিহিৃত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আপামর জনসাধারনকে ভেজালের অভিশাপ থেকে মুক্তির জন্য ভেজাল বিরোধে অভিযান বেশী বেশী করে পরিচালনা করতে হবে।আমাদের চারপাশে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেই দেখব অসংখ্য ভেজালের চিত্র যা আমাদের মানব জীবনের জন্য এক রকমের ক্যান্সার ব্যাধি।এই ভেজাল নামক ক্যান্সারকে প্রতিরোধ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ভেজালমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।এটাই হোক আমাদের আগামীদিনের অঙ্গিকার ও প্রত্যাশা। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা সভাপতি ও সেক্রেটারীর আহবান।

add-content

আরও খবর

পঠিত