★ লাশের উপরে লাশ ★

★লাশের উপরে লাশ★

এনামুল হক

নারায়ণগঞ্জ বার্তা ( কবিতা ) :

সভ্যতার নিচে ঢাকা পড়েছে সভ্যতা

লাশের উপরে লাশ।

নির্মল বাতাসে নেই শুদ্ধতা

চারিদিকে হাহাকার, আর্তনাদের বিষে ভারী হয়েছে আকাশ।

কবর খুঁড়তে গিয়ে দেখা মেলে হাজারো খুলির,,

অস্থিগুলো ব্যঙ্গ করে বাঁকা  হয়ে আছে।

আমি আঁতকে উঠি, কে তুমি?

খুলিটি মুচকি হেসে বলে,,

আমি একা নই, হাজারো আছে আরো গভীরে।

আমি আবার চমকে উঠি, এ কবর তো আমার বাবার জন্য কিনেছি, তুমি এলে কোথা থেকে?

মূর্খ ছেলে, দেখনি উপড়ে সাইনবোর্ড দেয়া,

মরহুম আব্দুল লতিফ মাষ্টার(মুক্তিযোদ্ধা)।

হ্যা,আমি একা নই, আরো আছে, আরো  আছে,

আমার নিচেও আছে অগণিত,

কি দিয়েছো তোমরা আমাদের?

যে মাটির জন্য যুদ্ধ করেছি, সেই মাটিতে শেষ ক্রিয়ায়ও যুদ্ধ চলে।

যে মাটিকে প্রতিনিয়ত পদদলিত করে পথ চলো, জানো

তার নিচে আমাদের শরীর?

এই বুকের উপর পা  ফেলে চলছো প্রতিনিয়ত।

শহীদ মিনারে,স্মৃতিসৌধে সর্বত্র নোংরামি চলে।

আমার বুকের উপরে চিৎ করে আমার সন্তানকে

ধর্ষণ করো, ছি:ছি:

যে মাটিতে ফলাও সোনার ফসল,সে মাটি আমাদের

রক্তে উর্বর হয়েছে।

আমাদের পঁচা মাংস গলিত থেকে উৎপন্ন

সেই শস্যদানা খেয়ে

বেঁচে আছো তোমরা আরেক জিন্দা লাশ।

add-content

আরও খবর

পঠিত