নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্ত:কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১:৩০ মিনিটে সরকারী তোলারাম কলেজের মুক্তিযোদ্ধা কর্নার ও লাইব্রেরীর প্রশাসনিক ভবনের ৩য় তলায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযাগিতার ৮টি ইভেন্টে ৮ জন ১ম স্থান অধকিারী প্রতিযোগী প্রত্যেক বিভাগ পর্যায়ে যাবে। এরই মধ্যে নারায়ণগঞ্জ বিভাগ পর্যায়ে বাছাই পর্বে থেকে ১ম স্থানে আছে সরকারী তোলারাম কলেজের মো: নুরুন্নবী নবীন, বক্তৃতায় আলেয়া আক্তার, বাংলা কবিতা আবৃত্তি মারুফ আহমেদ, লোকগীতি আয়েশা আক্তার, রবিন্দ্র সংগীতে মনিষি বনিক , নৃত্য প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ কলেজের ইনাত আরা, নজরূল ও দেশাত্ব বোধক গানে মহিলা কলেজের ছাত্রী।
এই অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন সরকারী তোলারাম কলেজের প্রফেসর প্রভাত চন্দ্র দত্ত।