ফতুল্লায় জেএমবির ৩ সদস্য গ্রেফতার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তামিমসারোয়ার গ্রুপের সক্রিয় আরো সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল শুক্রবার ২৮ জুলাই ঘণ্টার দীর্ঘ এক অভিযানে ওই গ্রুপের কুমিল্লার মুরাদনগর থানার ওয়ালিউল্লাহ চিশতি জনি ওরফে আবু ওমর (২৭), বাগেরহাট জেলার মোল্লারহাটের আল আমিন শেখ রাজিব (২৫) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কামরুল হাসান হৃদয় (৩৫)কে গ্রেফতার করা হয়

শনিবার ২৯ জুলাই দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্প অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান তথ্য নিশ্চিত করেন

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশি রিভলবার, রাউন্ড গুলি, ২টি চাকু, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই লিফলেট উদ্ধার করা হয়েছে

উল্লেখ্য, গত এপ্রিল, মে এবং জুন মাসে র‌্যাব১১ কর্তৃক আটটি সফল জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে সকল অভিযানে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদকালে তাদের সাথে সম্পৃক্ত জেএমবির বিভিন্ন পর্যায়ের জঙ্গি সদস্যদের সম্পর্কে তথ্য পাওয়া যায় প্রাপ্ত সে সকল তথ্যাদি যাচাই বাচাইয়ের পর তাদেরকেও আইনের আওতায় আনা হয় সম্প্রতি গত বুধবার ১৯ জুলাই রাত সোয়া ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার ডেমরা এলাকা থেকে জিএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত