নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : মোবাইল ফোনে শিশু সন্তানকে কিডন্যাপ করার হুমকি দিয়েছে এমন অভিযোগে ফতুল্লা মডেল থানায় জিডি এন্ট্রি করেছেন সাংবাদিক তানভীর সিদ্দিকী। যার জিডি নং ১৩৯০ এবং তারিখ: ২১/০৭/১৭ ইং। জিডির বর্ণিত অভিযোগে জানা যায়, ফতুল্লা থানাধীন ভূঁইগড় বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বসবাসকারী একই থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার মহিউদ্দিন আহম্মেদের ছেলে দৈনিক আলোর জগত পত্রিকার সাংবাদিক তানভীর সিদ্দিকীর শিশু সন্তানকে কিডন্যাপ করে নিয়ে যাবে মর্মে মোবাইল ফোনে (০১৮৪৩৩৩৯৮৯) হুমকি দিয়েছে একই থানার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর নিরধারা এলাকার আব্দুল হকের ছেলে মাসুদুর রহমান নয়ন। মোবাইল ফোনে হুমকি দেয়ার সময় সে নিজের নাম গোপন করে মোঃ ইমরান মজুমদার নাম পরিচয় দিয়ে সে এ ধরনের হুমকি দিয়েছে বলেও জিডিতে উল্লেখ রয়েছে।
আরও উল্লেখ রয়েছে যে, সাংবাদিক তানভীর সিদ্দিকীর চাচা এম.এ বারী কে ব্যক্তিগত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেয়ার ঘটনায় তার ব্যবহৃত মোবাইল ফোনে এসব হুমকি ধমকির কারণ জানতে চাইলে মাসুদুর রহমান নয়ন প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় কলটি কেটে দেয়ার পর সে উল্লেখিত নম্বর থেকে পূনরায় ফোন করে (তোর সন্তানকে কিডন্যাপ করে নিয়ে যাবো, পারলে ঠেকাস ) এছাড়া নয়ন আরও বলে এ ব্যাপারে যদি থানায় জানাস তবে তোকে মেরে ফেলবো। পাশাপাশি তানভীর সিদ্দিকীর সহকর্মী জীবন খান, মোরশেদ আলম ও তানভীরের চাচা এম এ বারী কে হাত-পা ভেঙ্গে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিবে বলেও ঘোষণা দেয়।
তবে এ ব্যাপারে ফতুল্লা থানা পুলিশ এখনো কোন প্রকার পদক্ষেপ গ্রহন করেননি বলে সাংবাদিক তানভীর সিদ্দিকীকে জানান।