নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) এর পৃথক অভিযানে অবিনব কায়দায় ট্রাকের ভিতর ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ১৬ ই জুলাই রবিবার ভোর রাত সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীণ মৌচাক এলাকা ও ফতুল্লা থানাধীণ নয়ামাটি এলাকায় উল্লেখিত বিপুল মাদক সহ ৩ জনকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকুতরা হলো বি-বাড়িয়া জেলার বিজয় নগর থানার চতুলপুর এলাকার মৃত কাওছার এর ছেলে নুরুল ইসলাম (৩০), যাত্রাবাড়ি থানাধীন মীর হাতীবাগ এলাকার মোসলেম উদ্দিনের ছেলেমো: আলম (৩০) এবং ফতুল্লা থানাধীণ কুতুবপুর এলাকার মুত সোলাইমান মিয়ার ছেলে বাদশা (৩৫)। এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীণ।
এ ব্যপারে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মঈনুল হক এক বিবৃতিতে জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ল ১৫-২২১৩) থেকে ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচার ও বিক্রির সাথে জড়িত সন্দেহে দুইজনকে সহ ট্রাকটি আটক করা হয়। তারা ট্রাকের নিচে চেসিসের ভিতরে একটি আলাদা বক্স তৈরী করে এই মাদক প্রচার করে থাকে। এই অভিনব কৌশল এর আগে কখনও চোখে পড়েনি। আমাদের চেষ্টা রয়েছে এগুলোর মূল উৎপত্তিস্থল বের করা। আমরা নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে চাই। আর তা করতে এটি মাদকের বড় একটি উদ্ধার। এছাড়াও ফতুল্লায় মাদক বিক্রেতা সহ ১৫০ বোতল ফেন্সডিল উদ্ধার করা হয়েছে।