সোনারগাঁয়ে যৌতুকের জন্য স্ত্রী ও শ্যালককে রক্তাক্ত  জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি  ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  যৌতুকের জন্য   স্ত্রী ও শ্যালককে রক্তাক্ত  জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৩ জুলাই বিকেলে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় এ ঘটনায় ঘটে। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায়  সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সোহেল মিয়ার সঙ্গে গত দুই মাস আগে সনমান্দী ইউনিয়নের নয়া নগর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে আম্বিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সোনারগাঁও পৌরসভার চিলারবাগ গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে। সোহেল মিয়া বিয়ের পর থেকেই তার স্ত্রী আম্বিয়া আক্তারকে তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকার এনে  দেওয়ার জন্য চাপ প্রয়োগ  করে। এতে সে রাজী না হওয়ায়  বৃহস্পতিবার বিকেলে আবারো চাপ দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় সোহেল মিয়া উত্তেজিত হয়ে তার স্ত্রী আম্বিয়া আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এসময় শ্যালক হুমায়ুন মিয়া বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহত আম্বিয়া আক্তার জানান, তার স্বামী সোহেল মিয়া বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকে। তার কথায় রাজী না হয়ে প্রতিবাদ করায় আমাকে ও আমার ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

add-content

আরও খবর

পঠিত