নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়নগঞ্জ মহিলা কলেজের ছাত্রী শান্তা ইসলাম বৃষ্টি (১৬) অপহরনের ঘটনায় বন্দর থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অপহৃতর পিতা শামীম মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন মামলা নং-৩৩(৭)১৭।
থানা সূত্রে জানা যায়, বন্দর থানাধীন দক্ষিন লক্ষনখোলা এলাকার শামীম মিয়ার মেয়ে বৃষ্টিকে প্রায় সময় কলেজে যাওয়া ও আসার পথে নানা ভাবে উত্তপ্ত করে ও প্রেমের প্রস্তাব দেয় সোনারগাঁ থানার দীঘিরপাড় এলাকার তাজুল ইসলামের ছেলে রানা ওরফে পান্ডু(২০)। গত বুধবার বিকেলে বৃষ্টি বাড়ীর সামনে আসলে পূর্বের ওৎ পেতে থাকা রানাসহ দক্ষিন লক্ষনখোলা এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে কালু ও সোনারগাঁ থানা দীঘিরপাড় এলাকার মৃত জহর আলী মিয়ার ছেলে তাজুল ইসলাম ও তার স্ত্রী রোজি বেগম ও মৃত জহর আলী মিয়ার ছেলে সাবেদ মিলে জোর পূর্বক তাকে মাইক্রোবাসে তুলে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, অপহরনের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব অপহৃতকে উদ্ধার করে অপহরন কারীদের আইনের আওতায় আনবো।