খুনীদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে : এড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, কোন বিচার এভাবে হয়না বিচারকে আদায় করে নিতে হয়। সেভেন মার্ডার নিয়েও নানা অপচেষ্টা চালানো হয়েছিল। নারায়ণগঞ্জের সর্বস্তরের জন সাধারণের স্বতঃস্ফুর্ত সহায়তায় ওই মামলার দৃষ্টান্তমূলক রায় হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আনিস হত্যার জোরালো প্রতিবাদ করে যে কোন মূল্যে খুনীদের বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। মনে রাখবেন একটি ছোট অপরাধ প্রশ্রয় পেলে একটি বড় অপরাধ জন্ম নেয়। ছোট ছোট অপরাধ করতে করতে আনিসের সহযোগীরা শেষ পর্যায়ে আনিসকেই শেষ করে দিল। শুক্রবার বিকেল ৫টায় সাবদী কালি মন্দির সংলগ্ন বটতলা প্রাঙ্গনে হাফেজ আনিস হত্যাকান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার কনতে হবে। অন্যথায় আরো বৃহৎ কর্মসূচীর আহবান করা হবে। আইন সবার কাছে সমান। প্রাথমিক অবস্থায় আইনের হাত থেকে রক্ষা পেলেও চুড়ান্ত পর্যায়ে এর রক্ষা করার সাধ্য কারো নেই। নিহত আনিসের বড় ভাই মহিউদ্দিন শিশিরের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফেজ আহাম্মদ, কলাবাগ জামে মসজিদের পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল, আইছতলা পঞ্চায়েত কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার, দিঘলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুল্লাহ মাষ্টার, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি মল্লিক, ১০ নং ওয়ার্ড বিএনপির নেতা গোলজার হোসেন খান, কুদ্দস মিয়া, এড.আনিছুর রহমান মোল্লা, ফতুল্লা থানা বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি স্বপন চৌধুরী, মোঃ সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত