নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর বনানীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী পুত্র বাহাউদ্দিন ইভানকে আটক করেছে র্যাব-১১ এর একটি দল । বৃহস্পতিবার ৬ই জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব।
র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে এক তরুণী ইভানের বিরুদ্ধে মামলা করেন। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী বর্তমানে লালবাগে বাবার বাসায় থাকেন। এখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, এখনই বিস্তারিত বলা যাবে না।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ইভান সপরিবারে বনানীর ন্যাম ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তার বাবা একজন ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ইভান তার জন্মদিনে দাওয়াতের কথা বলে পূর্বপরিচিত ও অভিনেত্রী এক তরুণীকে (২১) বাসায় ডাকেন। রাত দেড়টার দিকে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। তখন বাসায় ইভান ছাড়া কেউ ছিলেন না। রাত সাড়ে তিনটার দিকে ইভান তাকে বাসা থেকে বের করে দেন। এরপর তরুণী ধর্ষণের অভিযোগে ইভানের বিরুদ্ধে একটি মামলা করেন।
এদিকে এই তরুণীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদ। তিনি বলেন, ধর্ষণের শিকার হওয়ার পর ওই তরুণী শর্ট টাইমের মধ্যে আমাদের কাছে এসেছেন। তিনি ধর্ষণের শিকার হওয়ার পর ৩৬ ঘণ্টার মতো সময় পার হয়েছে। যেহেতু ৪৮ ঘণ্টা এখনও পার হয়নি, তাই এর মধ্যে কোনো কিছু ঘটে থাকলে আমরা পজিটিভ রিপোর্ট পাবো। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তরুণীর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন।
বোর্ডের সদস্যরা হলেন- ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদ, ডা. প্রদীপ বিশ্বাস, ডা. মমতাজ আরা, ডা. রেজোয়ানা শারমিন ও ডা. কবীর সোহেল। ডা. সোহেল মাহামুদ বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বয়স নির্ধারণের জন্য এক্সরে এবং ধর্ষণের আগে তাকে নেশাজাতীয় ওষুধ খাওয়ানো হয়েছিল কিনা সেজন্য ব্লাড ও ইউরিন সংগ্রহ করে মহাখালীতে অবস্থিত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তার ডিএনএ পরীক্ষার জন্য হাইঢেজোনাল সফট সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, কেমিক্যাল রিপোর্ট, রেডিওলজি রিপোর্ট এবং মাইক্রো-বাইলোজির রিপোর্ট আসার পর তরুণীর ফিজিক্যাল ফাইন্ডিংস যেগুলো পেয়েছি, তা মিলিয়ে আমরা চূড়ান্ত মতামত জানাবো। আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে আমরা রিপোর্টগুলো হাতে পাবো। তরুণীর শরীরে ধর্ষণ সংশ্লিষ্ট নির্যাতনের কোন চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে ডা. সোহেল বলেন, মেয়েটি আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলেনি। আমরা তার শরীরেও এমন কিছু পাইনি। আঘাতের কোনও চিহ্ন নেই।
প্রসঙ্গত, রাজধানীর বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ৪ জুলাই রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় বাহাউদ্দীন ইভানকে গ্রেফতার করেছে র্যাব–১১।
উল্লেখ্য, এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই তরুণী।
বিস্তারিত জানতে অনলাইন র্পোটাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ সংবাদ মাধ্যমের সাথেই থাকুন……….