নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : বীর মুক্তিযোদ্বো আলহাজ্ব এ. কে.এম নাসিম ওসমান এর স্মৃতি স্বরণে ক্রিকেট র্টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টায় আল্লামা ইকবাল রোড এলাকায় ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্বো আলহাজ্ব এ. কে.এম নাসিম ওসমানের সহর্ধমিনী পারভিন ওসমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার নুর, লিমন , রিপন ভাওয়াল ।
প্রধান অতিথির বক্তব্যে পারভিন ওসমান বলেন, আমি চাই নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মননিবেশ করুক। আর যার যেমন দক্ষতা তার একটা ভালো প্রতিফলন ঘটে। আমি জানি সবাই আমার স্বামীকে ভালোবাসে কেউ বলতে পারছে আবার অনেকেই বলতেও পারছেনা। তোমরা এমন একটা ভালো উদ্যোগ নিয়েছো তাই তোমাদের ধন্যবাদ জানাই। আর আমি চাই তোমরা ভালো কিছু করার মধ্য দিয়েই সামনে এগিয়ে যাও।
আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, বাবুল আহমেদ, কামরুজ্জামান বাদশাহ, সুমন, নাসির এলাকাস্থ গন্যমান্য ব্যক্তির্বগসহ প্রমূখ।