গাছ তলা থেকে বহুতলার মানুষের সাথে ঈদে ব্যাস্ত সময় কাটালেন এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গ্রামের অলি গলিতে ঘুরে সর্বস্তরের মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও বুকে বুক মিলিয়ে ঈদ উল ফিতরের দিনটিতে ব্যস্ত সময় কাটালেন জাতীয পার্টির যুগ্ম মহা সচিব ও নারায়ণগঞ্জ ৩ আসন সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা। গাছ তলায় বিশ্রাম নেওয়া কৃষক, রিক্সা চালক, চা দোকানী থেকে শুরু করে শিল্পপতির ভবন গুলিতেও বিচরণ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রতি বৎসরের মতো ২৬ জুন সোমবার ঈদ উল ফিতরের দিন ভোরে তিনি নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে সরাসরি চলে যান সোনারগাঁও উপজেলাস্থ শতায়ু নামের ঈদগার মাঠে। সেখানে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর সেখানে ঈদের নামাজ আদায় করেন। এরপর ঈদগাহ ময়দানে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের সাথে বুকে বুক মিলিয়ে, করর্মদন করে তাদের খোঁজ খবর নেন এবং এলাকায় কোন সমস্যা আছে কিনা সে ব্যপারে  প্রশ্ন করেন।

শতায়ু ঈদগাহ ময়াদানে দীর্ঘক্ষণ সময় কাটানোর পর নিজ গাড়িতে উঠে চলে যান উপজেলার বিভিন্ন গ্রামে। তারপর উদ্ভবগঞ্জ এলাকা থেকে শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের পালা। এভাবে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ের পর চলে আসেন চৌরাস্তাস্থ আইয়ুব প্লাজার ব্যক্তিগত কার্যালয়ে। সেখানে দুপুরের মেজবানীর খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর পূণরায় উল্লেখিত কাজে নেমে পরেন। এভাবে সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত অবদি অক্লান্ত পরিশ্রমের পর রাতে তিনি বাসায় ফিরেন।

add-content

আরও খবর

পঠিত