পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের চরিত্র হরন করছে-মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, নারায়ণগঞ্জের গুটি কয়েকটি পত্রিকা মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের চরিত্র হরন করছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, কারো রক্ত চক্ষুকে ভয় না করে এ সকল অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নারায়ণগঞ্জের প্রশাসন কাউকে ভয় পায় কিনা আমি জানি না, যে কোন কাজে তারা প্রথমে এগিয়ে আসে। কিন্তু পরে তারা সে অবস্থান থেকে সরে আসে। প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আপনারা কারো দ্বারা প্রভাবিত না হয়ে জনগণের স্বার্থে কাজ করুন। যে হকাররা এসব সমস্যার সৃষ্টি করছে সেই হকার উচ্ছেদ করতে পারছি না। কেন পারছি না তা আমার নিজেরও প্রশ্ন।

ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি এবং নারায়ণগঞ্জ নাগরিক কমিটি উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১২ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে খাদ্যে ভেজাল প্রতিরোধে গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।1

তিনি আরো বলেন, সিটি মেয়র আরো বলেন, নারায়ণগঞ্জের মেয়র যদি একটা ভালো কথা বললে সেটাকেও ভুল ব্যাখ্যা করা হয়। এভাবে একটা দেশ চলতে পারে না। অনেকে বলেন, আমি নাকি সরকারের মধ্যে থেকে সরকারের বিরুদ্ধে কথা বলছি। আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না। আমি সরকারকে সচেতন করার চেষ্টা করছি। দেশের সব জায়গায় রাস্তায় ময়লা ফেলা হয় কিন্তু কাউকে কখনও জরিমানা করা হয় না। অথচ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে তা আমার বোধগম্য হচ্ছে না। আমি একজন ম্যাজিষ্ট্রেট চেয়েছিলাম কিন্তু এখনও পাইনি। 3

আমি জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলবো, আপনার কাছে কি এমন কোন ম্যাজিষ্ট্রেট নেই যাকে রোকনউদ্দৌলা বানানো যায়। নারায়ণগঞ্জের মানুষকে স্বস্তিতে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে জিমখানায় ইকোপার্ক তৈরী করার কাজে হাত দিয়েছি। একটা পক্ষ এটারও বিরোধিতা করছে।

খাদ্য ভেজাল সম্পর্কে তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল সম্পর্কে জনগনকে সচেতন করার প্রয়োজন কারন এখন প্রয়োজন আইনের যথার্থ প্রয়োগ। খাদ্যে ভেজাল রোধের পাশাপাশি পরিবেশেরও ভেজাল প্রতিরোধ প্রয়োজন। পরিবেশ নষ্ট করার প্রধান উপকরণ হলো পলিথিন। হকার থেকে শুরু করে সকলেই রাস্তায় ময়লা আবর্জনা ও পলিথিন ফেলছে, আর সেই পলিথিন ড্রেনে পরে সুয়ারেজ ব্যবস্থার ক্ষতি করছে।2

সবশেষে জেলা প্রশাসককে বলবো, আপনি যদি নারায়ণগঞ্জবাসীকে ভেজালমুক্ত মাছ উপহার দিতে রাস্তায় নামেন তবে কথা দিচ্ছি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমিও আপনার সাথে রাস্তায় নামবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান,জেলা বাসদ’র সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মাঈনুল ইসলাম সহ অন্যন্যরা।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত