যুগের চিন্তা পত্রিকার সম্পাদক জেএমবির ক্যাডার : এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেছেন, যুগের চিন্তা পত্রিকার যে সম্পাদক তিনি জেএমবির ক্যাডার। ২০১৪ সালে একবার এ পত্রিকার এক সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল সে পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিতে বলেছে এ পত্রিকা রঙ্গিন করা ও বের হওয়ার পেছনে যাবতিয় অর্থায়ন করছে জামায়াত। মজার কথা হলো ওই পত্রিকায় দেখা যায় আমার দলের বন্ধু ও বড় বড় নেতারা ঈদ মোবারক জানাচ্ছে বড় করে ছবি ছাপিয়ে। বুধবার ২১ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের ২য় তলায় অনুষ্ঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সভাপতি হিসেবে ডা: চৌধুরী মোঃ ইকবাল বাহারের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: এম ইকবাল আর্সলান, ও স্বাচিপের কেন্দ্রীয় মহাসচিব ডা:. এম এ আজিজ।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে সব জায়াগায় ভাল খারাপ লোক আছে। ভাল সাংবাদিকও আছে। যেমন নারায়ণগঞ্জেও ভাল সাংবাদিক আছে। কয়েকদিন আগে দেখেছি যুগের চিন্তা পত্রিকা আমার ভাই ডাক্তার বিরু উনার মা আমাদের আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ছিলেন অথচ সে না কি একজন রাজাকারের সন্তান বলে লিখেছে।

এমপি শামীম ওসমান বলেন, কোথাও বোমা হামলা বা এধরণের ঘটনা ঘটলে তার বিচার পাওয়া যায় না। যেমন আমি, ১৬ জুনের হামলার বিচার পাইনি, একইভাবে ২১ আগস্ট বোমা হামলার বিচার পায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ, এখন কিছু সুশীল সমাজের মানুষ আমাদের জন্য মায়াকান্না কাঁদছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালক নীতিশ কান্তি দেবনাথ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে ডা: এহসানুল হক, স্বাচিবের কেন্দ্রীয় কমিটির নেতা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা: বিরু, ডা: মো. ফারুক, নারায়ণগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি ডা: শাহানেওয়াজ, মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডাঃ আতিকুজ্জামান, জেলা যুবলীগের নেতা এহসানুল হোসেন নিপু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত