নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : সদ্য কারামুক্ত বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের উদ্যোগে মাদ্্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ জুন রোববার বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়াস্থ আলহাজ্ব ক্বারী শফিউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বক আলোচনায় খান মাসুদ বলেন, ছাত্রলীগের মূলনীতি অনুসরন ও পালন পূর্বক রাজনীতি করছি। ১৯৪৮ সালের ১১ মার্চে জাতির জনক শেখ মজিবুর রহমানের ভাষনের মাধ্যমেই ছাত্রলীগের জয়যাত্রা। অসহায়, গরীব, নিরন্ন সাধারন জনগনের হয়ে কথা বলার অপর নাম ছাত্রলীগ। ছাত্রলীগের মূলনীতি অনুসরন পূর্বক রাজনীতি করতে গিয়ে আমার পরিবারের অবস্থা নাজেহাল। নীতি আর্দশের রাজনীতি করতে গিয়ে আমার পরিবারকে ধ্বংস করে ফেলেছি বলে এতিমদের সাথে ইফতার করার পূর্বে কান্না জড়িত কন্ঠে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক খান মাসুদ এ কথা বলেন।
এসময় খান মাসুদ এতিমদের সাথে কথা বলতে গিয়ে আবেগময় কন্ঠে বলেন, ন্যায়ের পথে রাজনীতি করা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী । আমিও তোমাদের মতো এতিম। ছোটকালে আমার মাকে হাড়িয়েছি। বাবাই মায়ের আদর দিয়ে আমাকে বড় করেছে। আজ আমার বৃদ্ধ পিতার চোখের দিকে তাকাতে পারি না। বৃদ্ধ পিতার সম্মুখে আমাকে কি পরিমান নির্যাতন করেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। গত বছরের রমজান মাসে ঘুমন্ত অবস্থায় প্রশাসন বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। ৬ টি মামলা দিয়ে আদালতে পাঠায়। ৫৩ দিন কারাভোগের পর পুনরায় জেল হাজতে। ষড়যন্ত্রকারীদের গ্যাড়াকলে ১ বছরে প্রশাসনিক যে নির্যাতন সহ্য করতে হয়েছে তা ভাষায় প্রকাশ করার মত না। আমার চিন্তায় চাচী খাদিজা, খালা মাজেদা অসুস্থ হয়ে পড়েছেন।
আমার অপরাধ কি? তা তোমাদের স্বাক্ষী রেখে আল্লাহর দরবারে নালিশ করলাম। এর বিচার আল্লাহ্ নিশ্চয় করবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ক্বারী হাফেজ শেখ আব্দুলাøহ্রে পরিচালনায় কারা নির্যাতন নেতা খান মাসুদ আরো বলেন, জেল হাজতে থাকাবস্থায় নিয়ত করেছি রমজান মাসে জামিন হলে প্রথমে এ মাদ্রাসায় ইফতার করব। আল্লাহ্ তায়ালা আমার মনের ইচ্ছা কবুল করেছে। তাই মহান আল্লাহ্র দরবারে শুক্রীয়া জানাই। ইফতার পূর্বক দোয়া মাহফিলে খান মাসুদের পরিবারসহ দেশবাসী সকলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা গাজী মোঃ তামিম বিল্লাহ্ আল কাদেরী। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজ মাওঃ মাসুদ, হাফেজ মাওঃ মোজাম্মেল, হাফেজ এনামুল, হাফেজ মাওঃ নূরে আলম, হাফেজ মাওলানা রওজব, মোঃ মাসুম, মনির হোসেন, রাজু আহম্মেদ, নূরজ্জামান, চিশতি, পারভেজ প্রমুখ।