ট্রাকে পাচারকালে ধৃত হযরত ২০ হাজার ইয়াবাসহ রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে সোডা বোঝাই  ট্রাকে পাচারকালে ২০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ সাড়ে ৯৭ হাজার টাকাসহ র‌্যাবের হাতে ধৃত ৪ মাদক ব্যবসায়ীর মধ্যে হযরত আলী(২৫)কে ৩ দিনের রিমান্ডে এনেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ৫দিনের রিমান্ড চাইলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে হযরত আলী’র কাছ থেকে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করেছে।  সূত্র মতে,র‌্যাব-১ উত্তরা সিপিসি-১ এর ডিএডি মোহাম্মদ নান্নু মিয়ার নেতৃত্বের একটি চৌকশ টীম গত ১৭ জানুয়ারী রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থানকালে মাদকের একটি বড় চালান নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কামতাল তদন্ত কেন্দ্রের অদূরবর্তী বনলতা গ্যাস এন্ড ফিলিং স্টেশনে লেনদেন হবে এমন সূত্রের ভিত্তিতে তারা ঘটনাস্থলে হানা দেয়। র‌্যাব সদস্যরা দ্রুত ওই পাম্পে হানা দিলে সোডা বোঝাই ট্রাকসহ চালকসহ ২জনকে আটক করে। এ সময় চালক হযরত আলীর কাছে থাকা কালো একটি স্কুলের ব্যাগে রক্ষিত ১০ হাজার পিছ ইয়াবা এবং তার অপরপ্রান্তে বসা সহযোগী আব্দুল জলিলের দেহ তল্লাশী চালিয়ে তার দুই উরুতে স্কচটেপে মোড়ানো অবস্থায় আরো ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও শাহজাহানকে আটক করতে সক্ষম হয়। এ সময় র‌্যাব সদস্যরা মোহাম্মদ আলী ও শাহজাহানের কাছ থেকে মাদক বিক্রির নগদ সাড়ে ৯৭ হাজার টাকা উদ্ধার করে। ধৃতদের সোমবার ভোরেই বন্দর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১ ঢাকা উত্তরা সিপিসি-১ এর ডিএডি মোহাম্মদ নান্নু মিয়া বাদী হয়ে সোমবার সকালে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করেন যার নং ২০(১)১৬ইং।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত