নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের দেওয়ানবাগে চরমোনাই ও দেওয়ানবাগী অনুসারিদের মধ্যে ষংঘর্ষের আশংকায় দেওয়ানবাগ দরবারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চরমোনাই অনুসারিদের দেওয়ানবাগ জামে মসজিদে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের অনুমােদন প্রশাসনের পক্ষ থেকে না দেয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দেয়। গোয়েন্দা সংস্থার রির্পোটে গতকাল শুক্রবার বাদ জুমা দেওয়ান বাগ দরবারে হামলার আশংকা ছিল। তবে পুলিশের উপস্থিতিতে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এ ব্যপারে বন্দর থানার ওসি নজরুল ইসলামের সাথে আলাপ করলে তিনি বলেন ২০০২ সালে দেওয়ানবাগ পীরের অনুসারি ও চরমোনাই পীরের অনুসারিদের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘষ হয়। এ সময় ২ জন নিহত হয়। এর পর থেকে দু’পক্ষের মধ্যে দীর্ঘ বিরোধ চলে আসছে। যে কোন সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে সে জন্য পুলিশ প্রশাসন সার্বক্ষনিক তৎপর রয়েছে। এ জন্য দেওয়ানবাগ দরবারে পুলিশ ক্যাম্পও রয়েছে। শুক্রবার বাদ জুমা যাতে কোন প্রকার অশান্তির মতো ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যপারে দেওয়ানবাগ শাহী জামে মসজিদের ইমাম মুফতি আশরাফ উদ্দিন শুক্রবারে হামলা ও ষংঘর্ষের কথা উড়িয়ে দিয়ে বলেন, দরবারে অতিরিক্ত পুলিশ ও বহিরাগত লোক কেন জমায়েত করেছে তা আমার জানা নেই। তবে আমরা হক ও বাতেলের লড়াই লড়ে যাচ্ছি। আমাদের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবারে আমাদের কোন কর্মসূচি ছিল না।