নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক ঘন্টা এ কর্মসূচী চলে।
জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, জেলা বিএনপির সহ-সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল হক রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রনি ও শ্রমিকদল নেতা মন্টু মোল্লা। এছাড়াও স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামূল কবির মামুনসহ বিভিন্ন থানা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে তল্লাশির নামে যা হয়েছে তা গণতন্ত্রের রীতিনীতি এবং শিষ্টাচার বহির্ভূত। তাই এদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে আন্দোলন গড়ে তুলে এই অগণতান্ত্রিক সরকারের পতন ঘটাবো-যেমনি ভাবে আমরা আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করেছিলাম ঠিক সেইভাবে। কারণ এদেশে এখনও অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে তল্লাশি চালিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদকে অপমানিত করেছেন। শেখ হাসিনা তল্লাশির নামে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকেও অপমান করেছেন।
প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে মামুন মাহমুদ আরো বলেন, আপনি ভিমরুলের চাকে ঢিল মেরেছেন। এর প্রতিবাদে সারাদেশের মানুষ আজ ফুঁসে উঠেছে। এদেশের মানুষ এই অন্যায়ের জবাব দিবে।