নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঞ্চন এলাকায় গিয়ে এ বিবাহ বন্ধ করে দেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল কবির জানান, কাঞ্চন এলাকার হারেজ মিয়ার মেয়ে পূর্নিমা আক্তার আখি স্থানীয় ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থী। পরিবারের লোকজন একই উপজেলার কলাতলী এলাকার চাঁন মিয়ার ছেলে হযরত আলীর সঙ্গে ১২ ফেব্রুয়ারী শুক্রবার বিবাহ দিন ধার্য করেন। বাল্য বিবাহ বিষয়টি খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের নেতৃত্বে থানা পুলিশ কাঞ্চন এলাকার ঐ স্কুল শিক্ষার্থীর বাড়িতে যান। সেখানে গিয়ে বাল্য বিবাহ বিষয়টি নিশ্চিত হন প্রশাসন। পরে উভয় পরিবারের সঙ্গে কথা বলে বাল্য বিবাহ বন্ধ করে দেন। এছাড়া পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হলে উভয় পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দেয়া হয়।