সামান্য বৃষ্টিতে পানির নীচে ফতুল্লার বিস্তির্ন এলাকা

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : চলতি বর্ষা মৌসুমের আগে ড্রেন ও শাখা খালগুলো পুন:খনন বা পরিস্কার না করায় পর পর দুই দিনের সামান্য বৃষ্টিতে পানির নীচে তলিয়ে গেছে ফতুল্লার অনেক পাড়া মহল্লা। যে কারনে কর্মজীবী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। জুতা হাতে এবং পরনের কাপড় তুলে চরম ভোগান্তির মধ্য দিয়ে সর্বস্তরের মানুষকে চলাচল করতে হচ্ছে। বুধবার সরজমিনে ফতুল্লা রেল স্টেশন ব্যাংক কলোনী, জোড়পুল পিলকুনী ও সেহাচর এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।

ফতুল্লা রেল স্টেশন ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা মিন্টু পাল, মুকুল ও জোড়পুল এলাকার সজল অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, গত এক বছরের মধ্যে একবারও অত্র এলাকার শাখা খাল বা ড্রেন খনন বা পরিস্কার করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। যে কারনে প্রতিটি শাখা খাল ও ড্রেনগুলোতে পলি জমে এবং ময়লা আবর্জনা জমে অকেজো হয়ে পড়েছে। আবার কোথাও কোথাও খাল বা ড্রেনের উপর অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার ফলে খাল বা ড্রেনগুলোর পানি প্রবাহ স্থবির হয়ে পড়েছে। আর এসব কারনে সামান্য বৃষ্টিতে পানির নীচে তলিয়ে যায় উপরোক্ত পাড়া মহল্লার রাস্তা-ঘাটগুলো। তারা আরও অভিযোগ করে বলেন, খাল বা ড্রেনগুলোতে পানি প্রবাহ না থাকায় জমে থাকা পানি ৩/৪ দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তাছাড়া খাল বা ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিনত হওয়ায় জমে থাকা বৃষ্টির পানি বিষাক্ত ও প্রচন্ড দূর্গন্ধ হয়ে ওঠে। ফলে দুষিত এ পানি দিয়ে চলাচল করতে গিয়ে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে সর্বস্তরের মানুষ। তারা আরও বলেন সময় মত যদি খাল বা ড্রেনগুলো পুন:খনন বা পরিস্কার করা হত, তবে সর্ব সাধারণ মানুষদের এমন দুর্ভোগ পোহাতে হতনা।

এ প্রসঙ্গে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারীভাবে চলতি বছর এ ধরনের কোন কর্মসূচী না থাকায় ড্রেন বা খালগুলো পুন:খনন বা পরিস্কার করা সম্ভব হয়নি। তবে আসন্ন ঈদের আগে এ কর্মসূচী বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।

add-content

আরও খবর

পঠিত