নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কমিটি প্রসঙ্গে বলেছেন, বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপিতে এমন অবস্থা, একটি নদীর দুটি মোহনা। নারায়ণগঞ্জে আমরা অনেক নেতা কর্মী আছি। যারা দলের জন্য অনেক ত্যাগ করেছে। তাদের সকলকে নিয়ে কমিটি গড়া উচিত ছিল। মঙ্গলবার ৯ মে দুপুরে বন্দরের সোনাবিবি হেভেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, আজকে আমাদের কালাম ভাইকে যদি একটি সমাবেশ করতে দেয়া হতো তাহলে লাখো জনতা নিয়ে এখানে সমাবেশ হতো। দলের এ দুঃসসময়ে কমিটি নিয়ে আমরা কোন প্রশ্ন করতে চাইনা। তবে কমিটিতে থাকলে তৃণমূলের নেতাকর্মীরা তাদের মনের দুঃখ তুলে ধরতে পারতো। নেতাদের কথায় ঘরে বসে কমিটি করলে আগামীতে আমাদের কর্মীদের আপনারা কাছে পাবেন না।
মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলিন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, এড. সরকার হুমায়ূন কবির, এড. জাকির হোসেইন, এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সরকার আলম, শকু প্রমূখ।
তিনি আরও বলেন, সবচেয়ে ক্রান্তি সময় যখন ঠিক তখনই বিএনপির এই কর্মী সভা হয়েছে। আর এজন্য কর্মীদের মাঝে উৎসাহ ফিরে এসেছে। নারায়ণগঞ্জ বিএনপির ঘাটি। নেত্রী চাইলে আমরা নির্বাচন করবো। এবং ৫ টি আসনেই আমরা জয়ী হবো। ফাইনাল পরীক্ষা হলো জাতীয় নির্বাচন। একজন ছাত্র ফাইনাল পরীক্ষার আগেই লেখাপড়ায় মনোনিবেশ করে। তাই আমরা নির্দেশনার অপেক্ষায় প্রস্তুত আছি।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাজী নূরউদ্দিন আহাম্মেদ, মহানগর বিএনপি নেতা ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, এডঃ আবু আল ইউসুফ খান টিপু, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হাসান রোজেল, আকরাম প্রধান, আনোয়ার প্রধান, যুবদল নেতা আওলাদ হোসেন, সিদ্ধিারগঞ্জ থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালিম জুয়েল, মহানগর ছাত্রদল নেতা আবুল কাউছার আশাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।