নারায়নগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়াম থেকে সাহেদ (২৭), শাহিন (৩৫), আজিজুল(৩২), সাজ্জাদ হোসেন(৩০), ছালাম(৩২) নামের ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ৮ই মে সোমবার ষ্টেডিয়ামে ১ম লীগ ক্রিকেট টূর্নামেন্ট চলাকালিন গ্রেফতাররা দর্শক সাড়িতে বসেছিল খেলোয়ারদের প্রতিটি বলে বাজি ধরছিল। সিসি ক্যামেড়ায় ধরা পড়ে তাদের জুয়ার টাকার লেনদেন । বিষয়টি ষ্টেডিয়াম কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা এসআই নাহিদ ও কামরুল সঙ্গীয় ফোর্সসহ ষ্টেডিয়ামের ভেতর থেকে উল্লেখিতদের গ্রেফতার করে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, খেলাধূলা মানুষের মনকে চাঙ্গা রাখে। সেই খেলাকে নিয়ে এখন দেশের বিভিন্ন অঞ্চলে এ শ্রেনীর মানুষ জুয়া খেলে। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা করার প্রস্তুতি চলছে।