নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বক্তব্যের শুরুতেই সম্মেলনে বিচ্ছিন্ন হট্টগোলের বিষয়ে তিনি বলেন, কর্মী সভায় এমনটা হওয়া সাভাবিক প্রত্যেকেই যার যার মনের কথা বলতে চেয়েছিল। সময়ের সল্পতা আছে তাই হয়তো বলা হয়নি। আপনাদের অভিযোগ আমরা শুনেছি, এগুলো নিয়ে রির্পোট তৈরী করে বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে জমা দিবো। সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হোন, ধৈর্য ধারন করুন। ঐক্য ও ধৈর্যের বিকল্প নেই। শিঘ্রই খালেদা জিয়া আন্দোলনের ডাক দিবেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু , শান্তির্পূণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো ইনশাল্লাহ।
রবিবার ৭ ই মে বিকালে নারায়নগঞ্জ নতুন কোর্টের বিপরীতে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি চলাকালে স্থানীয় নেতাদের বক্তব্যে একে অপরের বিষোদাগারে পুরো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মীদের মধ্য থেকে বক্তব্য দিতে চাইলে সভা মঞ্চ থেকে তাদেরকে চোখ রাঙিয়ে থামিয়ে দেয়া হয়। আর দফায় দফায় চলে বাক বিতন্ডা আর হট্টগোল। যার কারণে এ নিয়েও উত্তেজনা সৃষ্টি হয়। এসময় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম দলের চেয়ারপারসনকে দেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ পত্র অধ্যাপক আব্দুল মান্নানের হাতে তুলে দেন। পরিবেশ শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কয়েকবার মঞ্চেই রাগান্নিত হয়ে দাড়িয়ে যান সম্মানিত অতিথিসহ সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও সম্মেলনের স্থানটি প্রচন্ড গরম ও জায়গা সল্পতা থাকায় নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আজকে দেশে গনতন্ত্র নেই, রাজনীতি নেই, এমনকি বাক স্বাধীনতা নেই, মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারছে না। যতটুকু বললে সরকারে ভাবমূর্তি নষ্ট হয় না ঠিক ততকই বলতে হয়। স্বাধীনতা ৪৫ বছর পরে হত্যা, গুম, দূর্নিতি ছাড়া কিছুই নেই। গ্রেফতার আর গুম আতংকে কেউ শান্তিতে ঘুমাতে পারে না। ২ দিন ৩ দিন পর পর শীতলক্ষায় লাশ। দেশে আইনের শাসনের অভাবে সাত খুনের মত ঘটনা ঘটেছে প্রায় ৭ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করেছে এই সরকার। এই টাকার মালিক তো জনগন।
তিনি আরও বলেন, গত নির্বাচনে র্নিদলীয় তত্তাবধায়ক সরকার না দেয়ায় আমারা নির্বাচন করিনি। তাই বলে কি বার বার আমারা নির্বাচন করবনা তা নয়। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে। নির্বাচন সুষ্ঠ হলে নারারয়ণগঞ্জের ৫ টি আসনেই বিএনপি জয়ী হবে। কারণ এই জেলা বিএনপির র্দূগ বিএনপির ঘাটি।
জেলা বিএনপির সভাপতি কাজী মনিরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, সাংগঠনিক টিমের সদস্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ সহ দলের বিভিন্ন থানার অংগসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।