নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বাস মিনি বাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে নারায়ণগঞ্জ ৫ আসনের চার বারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের ৩য় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ই মে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ডে সংগঠনটির কার্যালয়ে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংসদের পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান, নাসিম ওসমান স্মৃতি জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি লিমন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আদি ফুডল্যান্ডের স্বত্তাধীকারী হাবিবুর রহমান হাবিব, শাজাহান, নারায়ণগঞ্জ জেলা বাস মিনি বাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দেলু।
এর আগে প্রয়াত সাংসদের পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান সংগঠনটির সকল নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে সংগঠনটির স্বার্থে শ্রমিক ও কর্চারীদের সকল সহযোগীতায় পাশে থাকবে জানিয়ে আশ্বস্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সভাপতি আবু তাহের, সহ-সভাপতি আবুল বাসার, সাধারন সম্পাদক মোস্তফা ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, কোষাদক্ষ গোলাম মোস্তফা, উপদেষ্টা আলী আরশাদসহ প্রমূখ।