রূপগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : কামরুল হাসান তুহিনকে সভাপতি , মোস্তাফিজুর রহমান শাহিনকে সাধারন সম্পাদক, জাহাঙ্গীর আলমকে সিনিয়ন সহ-সভাপতি , শামীম মাহবুবকে সহ-সভাপতি, কামরুল হাছান নয়নকে যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক নয়নকে সাংগঠনিক সম্পাদক করে  নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে কেন্দ্র থেকে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এর আগে উপজেলার রূপসী এলাকায় সম্মেলন করে সভাপতি পদে কামরুল হাসান তুহিন ও সাধারন সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান শাহিনকে নির্বাচিত করা হয়।

এ ব্যাপারে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, আওয়ামী রাজনীতীতে পরীক্ষীত রাজনীতীকদের উপজেলা যুবলীগের কমিটিতে স্থান দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে উপজেলা যুবলীগের এ কমিটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।

এ ছাড়া উপজেলার ২টি পৌরসভা, ৭টি ইউনিয়ন ও ১টি সাংগঠনিক ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়ন ছাড়া যুবলীগের সকল কমিটি গঠন করা হয়েছে। তারাব পৌরসভায় সভাপতি পদে মোঃ মোশারফ হোসেন, সাধারন সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান মাসুম, যুগ্ম সম্পাদক  জাকারিয়া মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে সারোয়ার হোসেন রাসেলকে নির্বাচিত করা হয়েছে। কাঞ্চন পৌরসভায় সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল আলম। মুড়াপাড়া ইউনিয়নে সভাপতি হামিদুল হক খোকন ও সাধারণ সম্পাদক শামীম হাছান।

ভূলতা ইউনিয়নে সভাপতি মোঃ রশিদ ভূইয়াঁ ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল শিকদার। গোলাকান্দাইল ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম শফিক  ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন আহম্মেদ। রুপগঞ্জ সদর ইউনিয়নে সভাপতি মুশফিকুর রহমান রিপন ও সাধারন সম্পাদক মো ঃ জাহিদ হাছান। কায়েতপাড়া ইউনিয়নে সভাপতি শফিকুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূইয়াঁ। দাউদপুর ইউনিয়নে সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সাংগঠনিক ইউনিয়ন শেখ রাসেল নগরে সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে আবিদ হাছান চানঁ মিয়াকে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত