নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা বাজারের শরীফ হার্ডওয়ারের প্লাস্টিকের ড্রামের গোডাউনে শনিবার ২৯এপ্রিল সকালে অগ্নিকান্ড ঘটেছে। নারায়নগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় ৩০মিনিটি পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছে।
ফতুল্লা বাজার নদীরপাড়ে শরীফ হার্ডওয়ারের প্লাস্টিকের ড্রামেরর গোডাউনে গতকাল ২৯ এপ্রিল সকালে বাজারে দোকানীরা টিনের চালায় আগুনের ধোঁয়া দেখতে পায়। এরপর মালিক আলী আহম্মেদকে ডেকে আনে। আস্তে আস্তে আগুনের লেলিহাবাড়তে থাকে । আশেপাশের দোকানদারেরা বালতিদ ড্রাম ভরে আগুন নিভাতে চেষ্টা করে।একপর্যায় নারায়ণগঞ্জ মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আধাঘন্টা চেষ্টার পরে আগুন নিভাতে সক্ষম হয়।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস এর সিনিয়র অফিসার সানাউল্লাহ জানান. গোডাউনের মালিক সঠিক উত্তর দিতে পারেনি।বরং মালিক আলী আহম্মেদ বিভিন্ন জনকে কে ম্যানেজে ব্যস্ত দেখেন দোকানীরা ।
বাজারের দোকানদারেরা জানান, তার গোডাউনে কেমিক্যালের ড্রাম রাখেন আর এই ড্রাম গুলোর কেমিক্যাল একটা অরেকটির সাথে মিশ্রিত হয়ে গরমে বিস্ফোরন ঘটে আগুনের সূত্রপাত ঘটেছে। শতশত ড্রামরাখা আছে ঐ গোডাইনে ।পাশে বুড়িগঙ্গা নদী থাকায় অন্যান্য দোকানগুলো রক্ষা আগুনের হাত থেকে রক্ষা পেল।মালিক পক্ষের দাবী মাত্র ৩হাজার টাকার ড্রাম পুড়ে চাই হয়েছে।ফতুল্লা বাজারের দোকান ব্যবসায়ীদের দাবী এই গোডাউনটি বাজার হতে অন্য স্থানে স্থান্তর করা হোক।